ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মালদ্বীপকে উড়িয়ে দিল বাংলাদেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৯, ২৪ এপ্রিল ২০১৮

বাংলাদেশের সামনে মালদ্বীপ দাঁড়াতেই পারলো না। তারা কোনো প্রতিরোধই করতে পারেনি। তাদের ৩-০ সেটে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান সিনিয়র মেনজ সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ।

শনিবার নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-১ সেটে জিতে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। সেই নেপালই দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে তিন সেটে উড়িয়ে দিয়ে ম্যাচ জিতে নিয়েছে গতকাল। তাই বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচটা একতরফা হবে, তা ধরে নিয়েই হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গিয়েছিলেন অনেক দর্শক। বড় জয়ের উচ্ছ্বাস নিয়েই মাঠ ছাড়তে পেরেছেন তারা।

২৫-১৫, ২৫-১৫ ও ২৫-২২ পয়েন্টে তিনটি সেট জিতেছে বাংলাদেশ। শেষ সেটটিতে কিছুটা প্রতিরোধ গড়েছিল মালদ্বীপ। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি