ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মা হতে চলেছেন সানিয়া  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ২৩ এপ্রিল ২০১৮

মা হতে চলেছেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। সোমবার টুইটারে তেমনটাই ইঙ্গিত দিলে সানিয়া। সানিয়া লিখেছেন, “#BabyMirzaMalik “৷ আর শোয়েব লিখেছেন, “#MirzaMalik”৷ ভারত-পাক দম্পতির এই পোস্ট রীতিমত ভাইরাল৷ সানিয়া-শোয়েবকে অভিনন্দন জানিয়েছেন তার বন্ধুবান্ধবরা৷  

গত মাসে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ভারতীয় টেনিস সুন্দরী জানিয়েছিলেন, তার পছন্দ মেয়ে৷ শুধু তাই নয়, তাদের সন্তান শোয়েব ও দু’জনেরই পদবি (মির্জা-মালিক) ব্যবহার করবে বলেও জানিয়েছিলেন তিনি।

তিনটি ডাবল গ্র্যান্ড স্ল্যামের মালকিন সানিয়া হাঁটুর চোটের জন্য গত অক্টোবর থেকে কোর্টের বাইরে৷ ফলে ডাবলসে এক নম্বর জায়গা হারান তিনি।

উল্লেখ্য যে, ২০০৯ সালে পাকিস্তান ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে বাগদান হয় সানিয়ার৷ পরের বছর অর্থাৎ ২০১০ চারমিনারের শহরে জাঁকজমকভাবে পাকিস্তানি রীতি মেনে সানিয়াকে বিয়ে করেন শোয়েব৷ তার পর বেশিরভাগ সময় নিজের পেশায় একে অপরের থেকে দূরে থাকেন সানিয়া-শোয়েব৷ পরে দুবাই বিলাসবহুল ফ্ল্যাট কিনে দু’জনে এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন ভারত-পাক এই টেনিস-ক্রিকেট দম্পতি৷

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর 

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি