ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

অপ্রতিরোধ্য রোনালদো, সেমির পথে রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ২৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:১৬, ২৪ এপ্রিল ২০১৮

ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে ইতোমধ্যে অপ্রতিরোধ্য ত্রয়ী হিসেবে চিনে গেছে ফুটবল বিশ্ব। তবে বাকি দুইজনকে ছাড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো উঠে এসেছেন দলের মধ্যমণি হয়ে। গত বুধবারের ম্যাচে বায়ার্ন মিউনিখের সঙ্গে অপ্রতিরোধ্য খেলে ফের চিনিয়েছেন নিজের জাত। আর এতে রিয়াল মাদ্রিদ ও রোনালদো যেন পরষ্পরের বিপরীত নাম হয়ে উঠেছে।

বায়ার্ন মিউনিখের সঙ্গে অবিশ্বাস্য খেলে রিয়াল মাদ্রিদকে নিয়ে যাবেন চ্যাম্পিয়ন লীগের সেমি ফাইনালে, এমনই প্রত্যাশা রিয়াল সমর্থকদের। রোনালদো চ্যাম্পিয়ন লীগে ১২ ম্যাচ খেলে করেছেন ২২ গোল। গত ১১ ম্যাচের প্রতিটিতেই তিনি অন্তত একটি করে গোল পেয়েছেন। বায়ার্ন ডিফেন্ডার জেরুম বোয়াটেং বলেন, রোনালদোকে আটকানো অসম্ভব। একমাত্র দলীয়ভাবেই তাকে আটকানো যাবে বলেও মন্তব্য করেন তিনি।

বোয়াটেং আরও বলেন, একজন আক্রমণকারীর এর চেয়ে শক্তিশালী হতে পারে না। সে তার বাম-পা, ডান-পা, মাথা, শরীর সমানভাবে কাজে লাগাতে পারেন। আর ক্রিশ্চিয়ানো রোনালদো জলে উঠায়, দলের অন্য দুই নির্ভার স্ট্রাইকার বেল ও বেনজেমা একেবারেই চাপমুক্ত খেলেন বলেও মত দেন বোয়াটেং। এদিকে ইনজুরি থেকে ফিরে আসা গ্যারেথ বেলও আছেন ফুরফুরে মেজাজে। দ্বিতীয় লীগে বায়ার্নের উপর আক্রমণের ধার বাড়াতে মুখিয়ে আছেন তিনিও।

এদিকে ঘরের মাঠে নামার আগে বেশ চোট সমস্যায় জর্জরিত বায়ার্ন ম্যানেজমেন্ট ৷ চোটের জন্য দলে নেই আর্তুরো ভিদাল ৷ গোলদুর্গের নিচে দায়িত্ব সামলাতে পারবেন না দলের একনম্বর গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়র ৷ অন্যদিকে রিয়ালে চোটের সমস্যা খালি নাচোর চোট ৷

টানা দু‘বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদের সামনে এবার হ্যাটট্রিকের হাতছানি ৷ তাই বায়ার্ন কাঁটা উপড়ে ফেলতে বদ্ধপরিকর তাঁরাও ৷ চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নের ফর্মে রয়েছেন রোনাল্ডো ৷ ধারাবাহিক ভাবে গোলও পাচ্ছেন তাই মেগা ম্যাচে রিয়ালের কি ফ্যাক্টর হয়ে উঠতে চলেছেন তিনিই ৷ অন্যদিকে বায়ার্নের তুরুপের তাস হয়ে উঠতে পারেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি ৷

বুধবার রাত ১২ টা ১৫ তে ফের ফুটবলপ্রেমী জনতা চোখ সেঁটে নেবেন টিভি পর্দার সঙ্গে, ইউরোপ সেরার এই লড়াইতে কে কাকে কিক আউট করতে পারে তা দেখার জন্য ৷

সূত্র: এএফপি 

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি