সাকিবের অন্যরকম ‘ট্রিপল সেঞ্চুরি’
প্রকাশিত : ১৫:২২, ২৫ এপ্রিল ২০১৮
দাঁড়িয়ে ছিলেন রেকর্ড গড়ার দ্বারপ্রান্তেই। অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। সেটিকে দীর্ঘায়িত করে টানা দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। শেষ দুই ম্যাচেই মাঠে নেমেছিলেন ২৯৯ উইকেট নিয়ে। চেন্নাই বা পাঞ্জাব কারও বিপক্ষেই আসেনি সাকিব আল হাসানের ৩০০তম উইকেট। অবশেষে অপেক্ষার অবসান।
ওয়াংখেড়ের মাঠে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষেই ছুঁয়ে দিলেন মাইলফলক। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে স্পিনের ফাঁদে ফেলে স্লিপে পরিণত করেন শিখর ধাওয়ানের ক্যাচে। আর এতেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেটের মালিক হয়ে গেলেন সাকিব।
সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ গুটিয়ে গেছে মাত্র ১১৮ রানেই। জবাবে মুম্বাইও তখন ১৭ রানে দুই উইকেট হারিয়ে ধুঁকছে।
বাঁহাতি স্পিনারের বলটা ঠিক পড়তে পারেননি মুম্বাই অধিনায়ক। চালিয়েছিলেন বটে তবে ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা শিখর ধাওয়ানের হাতে। ব্যস, এক উইকেট নিয়েই বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ঢুকে গেলেন নতুন এক ক্লাবে। তাঁর আগে শুধু মাত্র ডোয়াইন ব্রাভোই ছিলেন এই ক্লাবের মালিক। ব্রাভো অবশ্য রান করেছেন ৫হাজার ৬০৭, উইকেট নিয়েছেন ৪১৭টি।
বাঁহাতি স্পিনার হিসেবে প্রথম হলেও পঞ্চম বোলার হিসেবে ৩০০তম উইকেট নিয়েছেন সাকিব। তাঁর আগে ব্রাভো, লাসিথ মালিঙ্গা, সুনীল নারাইন, শহীদ আফ্রিদিই ছিলেন টি-টোয়েন্টিতে তিনশো উইকেটের মাইলফলক পেরোনো বোলার।
এদিকে সাকিবের এমন কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলা জাতীয় দলের সতীর্থ মোস্তাফিজুর রহমান। এক টুইট বার্তায় মোস্তাফিজ লেখেন, ‘মাঠে আরেকটি কঠিন দিন গেল। কিন্তু ভালো লাগছে তি-টোয়েন্টিতে বাঁ-হাতি স্পিনার হিসেবে প্রথম সাকিব ভাই ৩০০ উইকেটের দেখা পেলেন। এবং দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে ৪০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন।’
একে// এআর