ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সময়-সূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ২৫ এপ্রিল ২০১৮

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। আগামী বছর ২০১৯ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এতে অংশ নেওয়া ১০টি দলই একে অপরের বিপক্ষে খেলবে।কিন্তু কবে কার বিপক্ষে বাংলাদেশ খেলবে, সেটি জানা দরকার। বিশ্বকাপের সূচি এখনো প্রকাশ করেনি আইসিসি। তবে ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকইনফো আজ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে।
টুর্নামেন্টের ১১টি ভেন্যু হচ্ছে লর্ডস, দ্য ওভাল, এজবাস্টন, ট্রেন্ট ব্রিজ, হেডেংলি, ওল্ড ট্রার্ফোড, টাউনটন, ব্রিস্টল, চেস্টার-লি-স্ট্রিট, সাউদাম্পটন ও কার্ডিফ।
যে সূচিটি ক্রিকইনফো প্রকাশ করেছে সেটি আইসিসির প্রধান নির্বাহী কমিটিতে অনুমোদন হয়ে গেছে। কাল বৃহস্পতিবার কলকাতায় আইসিসি বোর্ড মিটিংয়ে এটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এ সূচিটি চূড়ান্ত হলে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
পরেরটি ৫ জুন, একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রাথমিক পর্বে বাংলাদেশ একটিই দিবারাত্রির ম্যাচ খেলবে সেটি কিউদের বিপক্ষে। ৮ জুন ‘পয়া ভেন্যু’ কার্ডিফে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন মাশরাফিরা। ২০ জুন ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর ২৪ জুন সাউদাম্পটনে বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে বাংলাদেশ পাচ্ছে প্রাথমিক পর্বের প্রায় শেষ দিকে। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল ইংল্যান্ডে। সেই বার লর্ডসে কোনো ম্যাচ ছিল না তাদের। লর্ডসে ম্যাচ খেলার সুযোগ হয়নি গত চ্যাম্পিয়নস ট্রফিতেও। শুধু আইসিসির টুর্নামেন্ট নয়, ২০১৯ বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো সীমিত ওভারের ক্রিকেট খেলতে যাচ্ছে ক্রিকেটের তীর্থে। ৫ জুলাই শুক্রবার লর্ডসে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
এ আসরে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি খেলার সুযোগ পেয়েছে। পরে বাছাইপর্ব খেলে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান বিশ্ব মঞ্চের টিকিট কেটেছে। বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাংলাদেশ মোট ৯ টি ম্যাচ খেলবে। ৯ জুলাই ম্যানচেস্টার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ১১ জুলাই বার্মিংহামে দ্বিতীয় সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে ফাইনাল।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি