ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভলিবলে ফাইনালে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ২৫ এপ্রিল ২০১৮

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ সেমিফাইনালে কিরগিজস্তানকে - সেটে হারিয়েছে বাংলাদেশ দলআর এর মাধ্যমে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে লাল-সবুজ জার্সিধারীরা শুক্রবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্বাগতিকরা খেলবে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে

এর আগে ২০১৬ সালে কিরগিজস্তানকে ফাইনালে হারিয়ে ভলিবলে প্রথম আন্তর্জাতিক ট্রফি অর্জন করেছিল বাংলাদেশ। দুই বছর আগের ফাইনালের প্রতিপক্ষের সঙ্গে এবার বাংলাদেশের দেখা হলো সেমিফাইনালেই।

এবারের আসরে ফাইনালে উঠতে পঞ্চম সেট পর্যন্ত খেলতে হয়েছে বাংলাদেশকে। প্রথম সেটে বাংলাদেশ হেরে যায় ২৫-১৫ পয়েণ্টে। পরের সেটে কিরগিজস্তানকে ২৫-১৮ পয়েন্টে হারিয়ে সমতা আনেন হরোশিত বিশ্বাসরা। তৃতীয় সেট ২৫-১৯ পয়েণ্টে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। তবে চতুর্থ সেটটা ২৫-১৩ পয়েণ্টে জিতে ২-২ এ সমতা আনে অতিথি দলটি।

তুর্কেমেনিস্তান ৩-০ সেটে নেপালকে হারিয়ে প্রথম সেমিফাইনালে উঠেছে ফাইনালে। বৃহস্পতিবার বিকেল ৪টায় পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচে উজবেকিস্তান খেলবে মালদ্বীপের বিরুদ্ধে। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।একই দিন বিকাল ৩টায় ফাইনাল শুরু হবে।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি