ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ফিনিশারের দায়িত্ব শেষ পর্যন্ত টিকে থাকা : ধোনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২৬ এপ্রিল ২০১৮

অম্বাতি রায়ডুর সহজ ক্যাচটা যখন উমেশ যাদব ফস্কালেন, অনেকেই ধরে নিয়েছিলেন এটাই হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। কিছুক্ষণ পরে রায়ডুকে রান আউট করে উমেশ ভুলের ‘প্রায়শ্চিত্য’ করলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকরা তখন জয়ের আশা উজ্জ্বল দেখলেও চেন্নাই সমর্থকেরা জানতেন ম্যাচ এখনও হাতের বাইরে যায়নি। ক্রিজে যিনি আছেন তাঁর নাম যে— মহেন্দ্র সিংহ ধোনি।

গতকাল বুধবার আইপিএলের হাড্ডাহাড্ডি ম্যাচে জিতে চেন্নাই সমর্থকদের আশা পূরণ করার পরে ধোনি বললেন, ‘জিতি বা হারি এক জন ফিনিশারের দায়িত্ব শেষ পর্যন্ত ক্রিজে থাকা। সেই কাজটাই করেছি।’

তবে এবি ডিভিলিয়ার্সের ঝড় তোলার পরেও এই জয়ে চেন্নাই অধিনায়ক কৃতিত্ব দিচ্ছেন রায়ডুকেও (৮২)। ধোনি বলেন, ‘এবির ইনিংস দেখেই মনে হয়েছিল আমরা ১৫ রান বেশি দিয়ে ফেলেছি। রায়ডু অসাধারণ একটা ইনিংস খেলে গেল। বড় মাঠে ওর কিছুটা সমস্যা হলেও, ছোট মাঠের জন্য ও আদর্শ ক্রিকেটার। আমাদের ব্যাটিং বিভাগে ওর উপস্থিতি তাই এত গুরুত্বপূর্ণ।’

আরসিবি অধিনায়ক বিরাট কোহালি অবশ্য বোলারদের ব্যর্থতাকেই হারের কারণ হিসেবে দেখছেন। কোহালি বলেছেন, ‘এ ম্যাচ হারার কোনও ক্ষমা নেই।’

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি