পাঞ্জাবের বিপক্ষে বাদ পড়ছেন সাকিব
প্রকাশিত : ১৮:০০, ২৬ এপ্রিল ২০১৮
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আজ মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তবে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদ জানিয়েছে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। ওয়েবসাইটটির করা একাদশে জায়গা হয়নি বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব-আল হাসানের।
এদিকে সাকিবের জায়গায় আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীকে দলে রাখা হতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার মুম্বাইয়ের বিপক্ষে প্রথমবার ডাক পান নবী। সাকিবও ছিলেন এই ম্যাচে। ব্যাটিংয়ের সময় দলীয় অধিনায়কের ডাকে সাড়া দিতে গিয়ে ২ রানে রান আউট হয়ে ফিরে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে নবী ১০ বলে ১২ রান করেছিলেন। তবে বোলিংয়ে নবীর চেয়ে উজ্জ্বল ছিলেন সাকিব। ১৬ রানে মূল্যবান রোহিত শর্মার উইকেট তুলে নেন সাকিব।
এদিকে ৬ ম্যাচে করেছেন ৮৯ রান। এ ছাড়া মাত্র ১৩০ স্ট্রাইক রেট দিয়ে তুলে নিয়েছেন ৬ উইকেট। এমন পারফরমেন্সের পরও সাকিব আল হাসানকে দলে নেওয়া হচ্ছে না। বরং তার বদলে নেওয়া হচ্ছে মোহাম্মদ নবীকে, যা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন(অধিনায়ক), হৃদ্ধিমান শাহা (উইকেটরক্ষক), মনিশ পাণ্ডে, ইউসুফ পাঠান, দিপক হুদা, মোহাম্মদ নবী, রশিদ খান, ভুবনেশ্বর কুমার/সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল, বসিল থাম্পাই
সূত্র: ক্রিক ইনফো
এমজে/’