এবার শামির বিরুদ্ধে বয়স লুকানোর অভিযোগ হাসিনের
প্রকাশিত : ১৫:৩২, ২৮ এপ্রিল ২০১৮
স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের পেসার মোহাম্মদ শামির। মারধর, পরকীয়া, ধর্ষণ, হত্যাচেষ্টাসহ নানা অভিযোগ করছেন হাসিন। এ নিয়ে গণমাধ্যমজুড়ে ফলাও করে সংবাদও প্রকাশ হচ্ছে।
এবার শামির বিরুদ্ধে বয়স লুকানোর অভিযোগ তুলেছেন হাসিন। শুধু অভিযোগই নয় একটি প্রমাণপত্রও হাজির করেছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে বোকা বানিয়ে এই পেসার দলে জায়গা করে নিয়েছেন, এমন তথ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন হাসিন।
বর্তমান রেকর্ড অনুযায়ী শামির জন্ম ১৯৯০ সালে। কিন্তু তার স্ত্রী হাসিন জাহান শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের একটি কপি আপলোড করেছেন, যাতে ভারতীয় পেসারের জন্ম তারিখ ১৯৮২। বয়স লুকিয়ে শামি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) আর ইউপি সরকারকে বোকা বানিয়েছেন বলে উল্লেখ করেছেন হাসিন।
/ এআর /