ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিল সমর্থকদের সুখবর দিলেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

নেইমার বিহীন ব্রাজিল কেমন হতে পারে সেটা ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দেখেছে পুরো বিশ্ব। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হেরে ঘরের মাঠের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। আগের ম্যাচে চোটে পড়ায় হাসপাতালের বেডে শুয়ে নেইমারকে দেখতে হয়েছিল সে বিদায়। দুয়ারে দাঁড়িয়ে আরও একটি বিশ্বকাপের আগে বড় ধরণের চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন নেইমার। তবে ব্রাজিল-সমর্থকদের জন্য আশার বাণী হলো, নেইমারকে এবারের বিশ্বকাপে পাওয়া যাচ্ছে ।

গত ২৫ ফেব্রুয়ারি মার্শেইয়ের বিপক্ষে পিএসজির হয়ে খেলার সময় গোড়ালির চোটে পড়েন নেইমার। প্রাথমিকভাবে সেরে উঠতে সময় বেঁধে দেওয়া হয়েছিল তিন মাস। এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ব্রাজিল-সমর্থকেরা। কিন্তু নেইমারের চোটের দ্রুত উন্নতি ঘটছে বলে জানিয়েছেন ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রদরিগো লাসমার, ‘নেইমার খুব দ্রুত সুস্থ হয়ে ওঠার পথে। সুস্থ হওয়ার জন্য সে পরিশ্রম করছে। আশা করি বিশ্বকাপ দলের অনুশীলনে সে ভালো প্রস্তুতি নিয়েই যোগ দিতে পারবে।’  ব্রাজিলের প্রথম বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প হবে ২১-২৭ মে।

গত ৩ মার্চ নেইমারের অস্ত্রোপচার হয়েছিল। মাত্র কদিন হলো ক্রাচ ছেড়ে দিব্যি হেঁটে বেড়ানোর ছবিও  ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। আর তাঁকে বিশ্বকাপে পাওয়া যাবে, সে খবর তো দিয়েছেন স্বয়ং দলীয় চিকিৎসকই। কিন্তু চলতি মৌসুমে পাবে না তাঁর ক্লাব দল প্যারিস সেইন্ট জার্মেই। প্যারিসের শেষ ম্যাচ ১৯ মে। আর নেইমারের চোটের চূড়ান্ত পরীক্ষা হবে ১৭ মে। সব মিলিয়ে আশার বাণী হল এবারের বিশ্বকাপে নতুন উদ্যমে দেখা যাবে এই কিংবদন্তীকে খেলোয়াড়কে ।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি