এক দেশে জন্ম, খেলেছেন অন্য দেশে
প্রকাশিত : ২১:৪০, ২৮ এপ্রিল ২০১৮
ক্রিকেটেও অনেকে আছেন, যারা বিভিন্ন কারণে জন্মস্থান বাদ দিয়ে খেলেছেন অন্য দেশের হয়ে। এমন খেলোয়াড়দের নিয়ে একাদশ গড়েছে ‘আইসিসি ওয়েবসাইট’।
অ্যান্ডু স্ট্রাউসঅ্যান্ড্রু স্ট্রাউস
ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছেন ইংলিশদের অন্যতম সেরা ওপেনার ও অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। তার জন্ম ১৯৭৭ সালে জোহানেসবার্গে। জাতীয় দল হিসেবে ইংল্যান্ডকে বেছে নেওয়া এই ব্যাটসম্যানের অভিষেক ২০০৩ সালে। তার নেতৃত্বে ইংলিশরা জিতেছে দুটি অ্যাশেজ।
বব উলমারবব উলমার
কোচ হিসেবে সফল হওয়া ইংলিশ ক্রিকেটার বব উলমার জন্ম ভারতে। ১৯৪৮ সালে ভারতের উত্তরাঞ্চলের কানপুরে জন্ম নেওয়া উলমার পরে চলে যান ইংল্যান্ডে। এরপর ১৯৭২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে ইংল্যান্ডের হয়ে তার অভিষেক হয় ওল্ড ট্র্যাফোর্ডে।
অ্যান্ডি ফ্লাওয়ারঅ্যান্ডি ফ্লাওয়ার
জিম্বাবুয়ের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন অ্যান্ডি ফ্লাওয়ার তার ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ’৯০-এর দশক ও নতুন শতাব্দীর শুরুতে। ১৯৬৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে জন্ম নেন তিনি।
কেভিন পিটারসেনকেভিন পিটারসেন
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেন কেভিন পিটারসেন। ১৯৮০ সালে নাতালের পিটারমরিটসবার্গে জন্ম তার। শুরুতে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ খেললেও পরে চলে আসেন ইংল্যান্ডে। আর সেখানেই শুরু করেন আন্তর্জাতিক ক্রিকেট।
বাসিল ডি’অলিভিরাবাসিল ডি’অলিভিরা
ক্রিকেটে অন্যতম গ্রেট নাম বাসিল ডি’অলিভিরা। ইংল্যান্ডের জার্সিতে খেললেও এই অলরাউন্ডারের জন্ম ১৯৩১ সালে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। ডি’অলিভিরার টেস্ট অভিষেক ১৯৬৬ সালে। আর ওয়ানডেতে খেলেছেন ১৯৭১ সাল থেকে।
অ্যান্ড্রু সাইমন্ডসঅ্যান্ড্রু সাইমন্ডস
অ্যান্ড্রু সাইমন্ডসের ব্যাটসম্যানের জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে। ইংলিশ বাবা-মায়ের সঙ্গে ছোটবেলাতেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো এই হার্ড হিটার ব্যাটসম্যান সেখানেই শুরু করেন ক্রিকেট। ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করে অস্ট্রেলিয়া জাতীয় দলেও জায়গা করে নেন।
সিকান্দার রাজাসিকান্দার রাজা
জিম্বাবুয়ের এখনকার দলের অন্যতম সেরা খেলোয়াড় সিকান্দার রাজার জন্ম আফ্রিকার দেশটিতে নয়। পাকিস্তানের শিয়ালকোটে ১৯৮৬ সালে এই অলরাউন্ডার জন্ম। ২০০১ সালে সিকান্দার পাড়ি জমান তার ‘নতুন দেশে’। এখন তিনি আফ্রিকার দেশটির হয়ে তিন ফরম্যাটেই খেলছেন।
ইমাদ ওয়াসিমইমাদ ওয়াসিম
ওয়েলসে জন্ম নেওয়া প্রথম ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে খেলছেন ইমাদ ওয়াসিম। ওয়েলসের সোয়ানসিতে জন্ম নেওয়া এই স্পিনার এখন পাকিস্তান দলের নিয়মিত মুখ। ১৯৯৮ সালে জন্ম নেওয়া ইমাদ ২০০৭ সাল থেকে খেলছেন প্রথম শ্রেণির ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটে নিজেকে ঝালিয়ে ২০১৫ সাল থেকে খেলছেন পাকস্তানের হয়ে।
ক্রিস জর্ডানক্রিস জর্ডান
সীমিত ওভার ক্রিকেটে ডেথ ওভারে ভীষণ কার্যকরী বোলার ক্রিস জর্ডান। ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক আঙিনায় খেললেও এই পেসারের জন্ম ১৯৮৮ সালে বার্বাডোসে। জর্ডানের আন্তর্জাতিক অভিষেক ২০১৩ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়ার পর তার টি-টোয়েন্টি ও টেস্ট অভিষেক পরের বছর।
ডেভন ম্যালকনডেভন ম্যালকম
ইংল্যান্ডের জার্সিতে খেললেও ডেভন ম্যালকনের জন্ম জ্যামাইকার কিংস্ট্রনে। ম্যালকন তার সময়ের অন্যতম সেরা পেসার ছিলেন। আর তার বোলিংয়ের সেরা মুহূর্ত ক্রিকেট বিশ্ব উপভোগ করেছে ১৯৮৯-৯০ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ইমরান তাহিরইমরান তাহির
সীমিত ওভারে দক্ষিণ আফ্রিকার প্রথম পছন্দের বোলার ইমরান তাহির। প্রোটিয়াদের জার্সিতে মাঠ মাতালেও ১৯৭৯ সালে এই স্পিনারের জন্ম পাকিস্তানের লাহোরে। তিনি কিন্তু ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন পাকিস্তানেই, এমনকি জন্মস্থানের হয়ে খেলেছেন ১৯৯৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও। তবে পরে পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায়।
একে//