একাদশ থেকে বাদ পড়ল মোস্তাফিজ
প্রকাশিত : ২২:৪৯, ২৮ এপ্রিল ২০১৮
শনিবার পুনেতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডয়ানসের একাদশে নেই না বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের জায়গায় সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বেন কাটিং। এর আগে মুম্বাইয়ের হয়ে প্রথম ছয়টি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান।
এবারের আইপিএলে মোস্তাফিজ প্রথম এক-দুই ওভার ভালো করলেও বেশি মার খাচ্ছেন ডেথ ওভারে এসে। যদিও সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খারাপ বোলিং করেননি তিনি। ৩.৪ ওভারে ১৮ রান দিয়ে পেয়েছিলেন ১ উইকেট।
মোস্তাফিজ এ পর্যন্ত উইকেট নিয়েছেন ৭টি। একটি উইকেট পেতে তাঁকে খরচ করতে হয়েছে ২৮ রান। মুম্বাইয়ের মূল বোলারদের মধ্যে যেটি সবচেয়ে ব্যয়বহুল।
এবারের আইপিএলে তার ৮.৩৪ ইকোনমি বলে দিচ্ছে ব্যাটসম্যানদের কাছে খুব একটা সমীহ পাচ্ছেন না মোস্তাফিজ। সবচেয়ে বাজে অবস্থা তার স্ট্রাইক রেটে। ২০ টিরও বেশি বল তথা প্রায় তিন ওভারেরও বেশি খরচ করতে হচ্ছে একেকটি উইকেট নিতে।
এমএইচ/