জাতীয় দল নিয়ে ভাবছেন না রাজ্জাক
প্রকাশিত : ১২:৪৬, ৩০ এপ্রিল ২০১৮
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের শিরোপা জয়ে বড় অবদান ছিল আব্দুর রাজ্জাকের। ছয় ম্যাচে ৪৩ উইকেট নিয়েছিলেন এ বাঁহাতি স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট ও সবচেয়ে বেশিবার ৫ উইকেট (৩৪ বার) পাওয়ার রেকর্ডধারী রাজ্জাক জানালেন জাতীয় দল নিয়ে ভাবছেন না তিনি।
বিসিএলে বোলিং নিয়ে রাজ্জাক জানালেন তিনি সন্তুষ্ট। তিনি বলেন, আমি বেশি স্পিন করানোর চেষ্টা করি। আর অবশ্যই লাইন লেন্থ তো আসলে এই পর্যায়ে বলার কিছু নেই। এটা আবশ্যক। মূলত স্পিন বেশি করিয়ে যতটা যা করা যায় সেটাই চেষ্টা করেছি।
জাতীয় দল নিয়ে তিনি বলেন, তেমন কোনো চিন্তা-ভাবনা, লক্ষ্য কিছু নেই আসলে। এখনও জানিও না যে, আমি দলে থাকবো কি, থাকবো না বা এই রকম কিছু। জাতীয় দল নিয়ে আসলে খুব বেশি চিন্তা করি না। জাতীয় দল নিয়ে চিন্তা করে লাভ নেই। এটা তো আর আমার নিয়ন্ত্রণে না। আমার নিজের নিয়ন্ত্রণে যেটা, আমি সেটা নিয়ে চিন্তা করি। যে ভালো খেলতে হবে। বাকিটা তো ম্যানেজমেন্টের ব্যাপার। আমি বড় কি করতে পারি, আমি প্রস্তুত থাকতে পারি। সেটাই করতে চাই।
এসএইচ/