চেন্নাইকে হারিয়ে তিনে কলকাতা
প্রকাশিত : ০৯:৩৬, ৪ মে ২০১৮ | আপডেট: ০৯:৩৯, ৪ মে ২০১৮
চেন্নাই সুপারকিংসকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স। এতে চেন্নাইকেও তাঁরা নামিয়ে আনল টেবিলের দুইয়ে। কার্ত্তিকদের জয়ে হায়দ্রবাদও ফের উঠে গেল টেবিলের শীর্ষে। এই জয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স।
এর আগে হায়দ্রবাদ ও চেন্নাইয়ের মধ্যে টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে প্রতিযোগিতা চললেও, কলকাতা নাইট রাইডার্সের সৌজন্যে শীর্ষে উঠে এসেছে হায়দ্রবাদ। গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৭ রান তুলে চেন্নাই। তাড়া করতে নেমে সুনীল নারাইনের ২০ বলে ৩২ রান করে আউট হন। এরপর শুভমান গিল ও অধিনায়ক কার্ত্তিকের ব্যাটিংয়ের উপর নির্ভর করে কলকাতাও পৌঁছে যায় জয়ের বন্দরে।
পঞ্চম উইকেটে ৩৬ বলে ৮৩ রানের জুটি গড়েন গিল ও কার্তিক। ১৮ বছর বয়সী গিল ম্যাচ জেতানো ইনিংস খেলার পথে তুলে নিয়েছেন আইপিএলে নিজের প্রথম ফিফটি। ৩৬ বলে ২ ছক্কা ও ৬ চারে ৫৭ রান করে অপরাজিত ছিলেন এই তরুণ। অন্য প্রান্তে ১৮ বলে ৪৫ রানে অপরাজিত ছিলেন কার্তিক। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে কলকাতা।
এর আগে মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ পেয়েছিল চেন্নাই। এ পর্যন্ত ৯ ম্যাচ খেলে সব কটিতেই অপরাজিত (৭৯*, ৭০* ও ৫১*) রানের ঝলমলে ইনিংস খেলেন। গতকালকের ম্যাচেও সামান্যর জন্য ফিফটি পাননি ধোনি। ২৫ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বড় একটি টার্গেট এনে দেন।
সূত্র:
এমজে/