ছেলেসহ ওমরাহ পালন করলেন মুশফিক
প্রকাশিত : ১১:৪০, ৪ মে ২০১৮
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার পুত্র মায়ানকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করেছেন মুশফিক।
সামাজিক যোগাযোগমাধ্যম শেয়ারকৃত ছবিতে দেখা যায় পুত্র মায়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মুশফিক। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন `আলহামদুলিল্লাহ`।
আগামী কিছুদিন বাংলাদেশের সামনে কোনো খেলা নেই। তাই এই সময়েই ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন তিনি। সঙ্গে স্ত্রী মন্ডিও রয়েছেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ মুশফিক ও মন্ডির ঘর আলো করে জন্ম নেয় মায়ান। বয়স তিন মাস পূর্ণ হওয়ার আগেই বাবার কোলে ওমরাহ পালন করলেন মায়ান।
আরকে// এসএইচ/