ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ভারতের বিপক্ষে ম্যাচ বাড়ছে বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ৪ মে ২০১৮

প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে বাংলাদেশের ছোট সিরিজও আয়োজন করা হয় না নিয়মিত। আইসিসির নির্ধারিত এফটিপিতে এ নিয়ে আলোচনার ঝড় কম ওঠেনি। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খুব একটা খেলা হয়নি বাংলাদেশের। তবে এবার একটু আশ্বাস মিলল ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজকে কেন্দ্র করে।

গেল সপ্তাহে ভারতে বসেছিল আইসিসির নির্বাহী কমিটির সভা। সভা শেষে ঢাকা ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সামনে বাংলাদেশের বিপক্ষে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে ভারত। নিজামউদ্দিন জানান, অতীতের তুলনায় আগামীতে ভারতের সঙ্গে আমাদের খেলা বেশি হবে। বেশি বেশি দ্বিপক্ষীয় সিরিজ হবে।

অবশ্য সিরিজগুলো নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি সুজন। তবে দেশের ক্রীড়াঙ্গনে রব, আগামী দুই বছরে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ভারতের বিপক্ষে তিনটি সিরিজ খেলবে টাইগাররা।

উল্লেখ্য, ২০০০ সালে ১০ নভেম্বর ভারতের বিপক্ষে উদ্বোধনী টেস্ট খেলে বাংলাদেশ। এর পর ক্রিকেটের অভিজাত সংস্করণে প্রায় ১৮ বছর পথ চলেছে টাইগাররা। এ সময়ে মাত্র ছয়টি টেস্ট সিরিজ খেলেছে দুই দেশ। এর মধ্যে বাংলাদেশের মাটিতে ৫টি হলেও ভারতে হয়েছে মাত্র একটি। সবশেষ গত বছর হায়দরাবাদে একটি টেস্ট খেলে বাংলাদেশ ও ভারত। তবে মাত্র একটি টেস্টের কারণে একে সিরিজ আখ্যা দেওয়া যায় না।

একে/ এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি