ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কস্তার গোলে চূড়ান্ত হলো অ্যাটলেটিকোর ফাইনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ৪ মে ২০১৮ | আপডেট: ১৩:৫৭, ৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

আর্সেনালের সঙ্গে ২২ বছরের সম্পর্কের সমাপ্তি টেনে অবসরে যাচ্ছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। বিদায় বেলায় দলের কোচকে শিষ্যরা ইউরোপা লিগের শিরোপা উপরহার দিতে চেয়েছিল। তবে আশা পূরণ হলো না তাদের।

বৃহস্পতিবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোতে দিয়েগো কস্তার একমাত্র গোলে আর্সেনালকে হারিয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। ফলে দুই লেগ মিলে ২-১ গোলে ফাইনাল নিশ্চিত করেছে আতলেতিকো মাদ্রিদ। আগামী ১৬ মে লিওঁ অলিম্পিক পার্ক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ মার্শেই।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে সিমিওনের শিষ্যরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন আতলেতিকো ফরোয়ার্ড ডিয়েগো কস্তা। ম্যাচের ৩৭ মিনিটে কোকের শট দারুণভাবে রুখে দেন আর্সেনাল গোলরক্ষক। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে লিড এনে দেন কস্তা। গ্রিজমানের বাড়ানো বল ধরে গায়ে লেগে থাকা এক খেলোয়াড়ের বাধা এড়িয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ এই স্ট্রাইকার। ফলে ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে আর্সেনাল। ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে একটি গোলের জন্য হন্যে হয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে অ্যারন রামসি ঠিকভাবে বল পায়ে না পাওয়ায় আকাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। অ্যাতলেতিকো গোলরক্ষক এরপর থামান গ্রানিত ঝাকার নিচু ড্রাইভ। গ্রিয়েজমান দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু ওসপিনা তাকে ঠেকান।

অনেক চেষ্টার পরও অ্যাতলেতিকোর বিপক্ষে লড়াইকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারেনি আর্সেনাল। ম্যাচের বাকি সময় আর কোনও দল গোল করতে না পারলে জয় নিয়েই মাঠ ছাড়ে আতলেতিকো।

দিনের অন্য সেমিফাইনালে অস্ট্রিয়ার ক্লাব জাইল্টসবুকের মাঠে ২-১ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্সের ক্লাব মার্শেই।

তথ্যসূত্র: গোল ডটকম।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি