যাদুর ছোঁয়ায় বদলে গেল নারাইন
প্রকাশিত : ১২:০১, ৫ মে ২০১৮ | আপডেট: ১৩:১৯, ৫ মে ২০১৮
৯ ম্যাচে ১০ উইকেট নিয়ে ফের কলকাতা নাইট রাইডার্সের ক্ষেপনাস্ত্র হয়ে উঠেছেন সুনীল নারাইন। শুধু তাই নয়, ব্যাট হাতেও পেসার-মিডিয়াম পেসার ও স্পিনারদের বুকের উপর ছুরি চালিয়ে যাচ্ছেন একের পর এক। এরই মধ্যে ৯ ম্যাচ খেলে ১৯৩ রান তুলে ফেলেছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। ১৬৯ স্ট্রাইক রেটে দলের রানের চাকাও প্রতি ম্যাচে রাখছেন সচল। এখন পর্যন্ত আইপিএলে সেরা ব্যাটিং করছেন। প্রতি ম্যাচে গড় রান ২১ দশমিক ৪৪, যা ইতোমধ্যে বাঘা বাঘা ব্যাটসম্যানদের গড়দেরও ছাড়িয়ে গেছে। তার এ বদলে যাওয়ার রহস্য কি ?
কিন্তু সেই সুনীল নারাইনকেই থাকতে হয়েছে ক্রিকেটের বাইরে। বোলিং অ্যাকশান অবৈধ হওয়ায় শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, বরং ঘরোয়া ক্রিকেট থেকেও বিদায় নিতে হয়েছিল বিস্ময়ী এই বোলার-ব্যাটসম্যানকে। ২০১৪ সালে ষষ্ঠ আইপিএল চলাকালে নারাইনের বোলিং অ্যাকশানে ত্রুটি ধরা পড়ে। এরপর আইসিসি তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেন। পরে অ্যাকশান শুধরে আবার মাঠে ফিরেন ক্যারিবীয় এই অল-রাউন্ডার।
তবে আবারও বোলিং অ্যাকশানে ত্রুটি ধরা পড়ে ২০১৫ সালে। ২০১৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিপিএলে নারাইরেনর বোলিং অ্যাকশান ফের অবৈধ ঘোষণা করে আইসিসি। পরে ২০১৬ সালের জানুয়ারিতে আবারও বোলিং অ্যাকশান শুধরে মাঠে ফিরেন সুনীল নারাইন। এর পর আর পেছনে ফিরে থাকাতে হয়নি তার। ২০১৬ সালে ১১ ম্যাচে নেন ১১ উইকেট। পরের বছর ১৬ ম্যাচে ১০ উইকেট। আর চলতি লীগে তো ৯ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। তবে বোলিংয়ে যেমনই হোক এবার আইপিএল নারাইন আলোচনায় ব্যাটিং দিয়ে। ৯ ম্যাচের একটিতে পেয়ে গেছেন হাফ সেঞ্চুরি। স্ট্রাইক রেট ১৬৯। সব মিলিয়ে নতুন এক নারাইনকে দেখছে ক্রিকেট বিশ্ব।
এদিকে বারবার বোলিং সংশোধন করে ফিরে আসার ঘটনাকে অনেকে যাদুর ছোঁয়া বলছেন। অনেকেই বোলিং শুধরে ফিরেছেন, তবে সেই ধার ধরে রাখতে পারেননি। সে ক্ষেত্রে ভিন্ন এক নাম সুনীল নারাইন। আর তার বদলে যাওয়ার পেছনে যে যাদুর কাঠি কাজ করেছে, তার নাম ইতিবাচকতা, এমনটিই জানিয়েছেন নারাইনের বোলিং অ্যাকশান শুধরে দেওয়া কোচ ক্রো। তিনিই ভারতীয় গণমাধ্যমকে জানান, নারাইনের ইতিবাচকতাই তাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাচ্ছে।
সূত্র: কলকাতা নাইট রাইডার্স ওয়েবসাইট
এমজে/