ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ফুটবলে সফল মেয়েরা পড়াশোনাতেও সফল   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ৬ মে ২০১৮

ফুটবলের মতো পড়াশোনায়ও চমক দেখিয়েছে অনূর্ধ্ব-১৫ সাফজয়ী মেয়েরা। ফুটবল মাঠের মতো পড়ালেখার টেবিলেও তারা কম যায় না। গত ডিসেম্বরে সাফের শিরোপা ঘরে তুলে দেশকে গর্বিত করা মেয়েদের পাঁচজন এসএসসি পরীক্ষায় পাস করেছে বেশ ভালোভাবেই।   

অনেকে বলেন পড়ালেখা আর খেলাধুলা নাকি একসঙ্গে হয় না। কথাটি যে ভুল, তা প্রমাণ করে দিয়েছে নারী ফুটবলাররা। সারা বছর ক্যাম্পে ফুটবল নিয়ে ব্যস্ত থাকলেও পড়াশোনাটাও তারা করেছে ঠিকমতোই। সে প্রমাণ দিয়েছে তারা এবারের পরীক্ষায়।

গত বছর তারা ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। হাতে সময় বেশি না পেলেও সেই টুর্নামেন্টের পর এক মাস হাতে পেয়েই বাজিমাত করেছে মেয়েরা। নাজমা খাতুন, নীলুফা ইয়াসমিন, আনুচিং মগিনী, মনিকা ও রুপা—ফুটবল মাঠের মতোই পড়ালেখাতেও এরা কম যায় না।

সারা বছর খেলা নিয়ে পড়ে থাকার পরেও কীভাবে ভালো রেজাল্ট করা সম্ভব? প্রশ্নের উত্তর দিয়েছে ডিফেন্ডার নাজমা খাতুন বলে, ‘আমি প্রতিদিনই ঘুমানোর আগে একটু করে পড়তাম। আর পরীক্ষার মাঝে যে ছুটি ছিল, তখন বেশি করে পড়েছি। কষ্ট করেছিলাম। তার ফলও পেয়েছি।’

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি