ফের মাঠে ফিরছেন ওয়ার্নাররা!
প্রকাশিত : ১৭:১৫, ৭ মে ২০১৮ | আপডেট: ১৭:১৮, ৭ মে ২০১৮
নিষেধাজ্ঞা কাটিয়ে ফের মাঠে নামছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। বল টেম্পারিং এর অভিযোগে এই তিনত্রয়ীকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার তাদের সামনে জাতীয় দলে ফেরার হাতছানি। তবে তার অগেই ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ওয়ার্নার ও ব্যানক্রফট।
অস্ট্রেলিয়া দলের কোচ হিসেবে যোগ দেওয়ার পরই জাস্টিন ল্যাঙ্গার ঘোষণা দিয়েছিলেন তিনি ফিরিয়ে আনবেন নিষিদ্ধ তিনজনকে। ফিরতি সুযোগ পাওয়ার সে রকম ঘোষনা শুনেই ক্রিকেটাররা চাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে। ওয়ার্নার ও ব্যানক্রফটের মাঠে নামার সম্ভাবনা থাকলেও স্মিথ থাকছেন আপাতত ক্রিকেটের বাইরেই।
গত মার্চেই টেম্পারিং কেলেঙ্কারিতে ‘সাবেক সহ-অধিনায়ক’ হয়ে যাওয়া ওয়ার্নার আর ব্যানক্রফট মাঠে নামছেন ডারউইন ক্রিকেট ক্লাবের হয়ে। এই ক্লাবের হয়েই লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেট দুই ফরম্যাটেই খেলে নিজেদের ফের প্রস্তুত করে নেবেন এই যুগল।
ওয়ার্নার ও ব্যানক্রফট শুনেছেন মাঠে ফিরে আসার সুখবর। তবে তার চেয়েও বড় সুসংবাদটা বোধহয় এসেছে বল নষ্ট করার দায়ভার নিয়ে অধিনায়কের পদ থেকে সরে যাওয়া স্মিথের জন্য। বোর্ড পরিচালক ও দেশটির সাবেক টেস্ট দলপতি মার্ক টেলর জানিয়েছেন ফিরে আসলে আবারও নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।
কেপটাউনে মাস দুয়েক আগে বল টেম্পারিং অভিযোগে অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার হারিয়েছিলেন তাদের দায়িত্ব। সঙ্গে দুজনই পেয়েছিলেন ১২ মাসের নিষেধাজ্ঞা। আর ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিল নয় মাসের জন্য। এছাড়া নির্দোষ প্রমাণ হবার পরেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজের শেষ টেস্টের পর পদত্যাগ করেছিলেন কোচ ড্যারেন লেম্যান।
এসি