ফিরছেন রাজ্জাক
প্রকাশিত : ১৩:২৯, ৮ মে ২০১৮
৩৮ বছর বয়সে ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের এক সময়কার সেরা অলরাউন্ডার আবদুল রাজ্জাক। ২০১৩ সালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় নি তার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে তাঁকে শেষবারের মতো খেলতে দেখা গেছে সেই ২০১৫ সালে।
গত তিন বছর ধরে ক্রিকেটে নেই। রাজ্জাকের আশার জায়গা হচ্ছে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। মিসবাহ ৪০ বছর বয়সেও দিব্যি খেলে গেছেন।
আবদুল রাজ্জাক নতুন করে ফিরছেন ঘরোয়া ক্রিকেটে। প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
রাজ্জাকের মূল লক্ষ্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা। সে লক্ষ্যেই পিটিভির সঙ্গে চুক্তি করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো করেই পিএসএলে খেলতে চান এই অলরাউন্ডার।
তিনি মিসবাহ-উল-হককে দেখে উদ্ধুদ্ধ। পাকিস্তানের সাবেক অধিনায়ক যদি ৪০ বছরের বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন, তাহলে তিনি কেন পারবেন না, এমনটাই মনে করেন আবদুল রাজ্জাক।
১৯৯৬ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রাজ্জাকের। অভিষেকের সময় বয়স ১৭ বছরও পূর্ণ করেননি তিনি। দেশের হয়ে ৪৬টি টেস্ট, ২৬৫ ওয়ানডে আর ৩২টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৫ সালের পর কোচিং আর টেলিভিশন ধারাভাষ্যেই ব্যস্ত হয়ে পড়েছিলেন; পিএসএলেরই দল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের সহকারী বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে ধরা হয় রাজ্জাককে। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের দিকে সে সময়কার পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। দলের মধ্যেও সমালোচিত ছিলেন তাঁর ফিটনেস সমস্যার কারণে। ৩৮ বছর বয়সে পিএসএল খেলতে চাইলে তাঁকে নিজের ফিটনেসটাই নতুন করে প্রমাণ করতে হবে।
রাজ্জাক নিজে অবশ্য আশাবাদী, আমি এবারের ঘরোয়া মৌসুমে পিটিভির অধিনায়কত্ব করব। এই মুহূর্তে নিজেকে বেশ ফিটই মনে হচ্ছে। ফর্মটাও সম্প্রতি ভালো যাচ্ছে। আশা করি এবারের ঘরোয়া মৌসুমে আমি পারফরম করেই আগামী পিএসএলে জায়গা করে নেব।
পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককে দেখে উদ্বুদ্ধ রাজ্জাক। বলেন, আমাদের সবার চোখের সামনে মিসবাহর উদাহরণ আছে। তাঁকে দেখে আমি সত্যিই উদ্বুদ্ধ হই। মিসবাহ যদি ৪০ বছরের বেশি বয়সে খেলতে পারে, তাহলে আমি ৩৮-এ পারব না কেন!
/ এআর /