ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রাথমিক দলে ৩১ জন
প্রকাশিত : ২১:২৮, ৮ মে ২০১৮
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে ডাক পেয়েছেন ইয়াসিন আরাফাত, সাদমান ইসলামের মতো নতুন মুখ। আছেন অনেক দিন ধরে দলের বাইরে থাকা স্পিনার আবদুর রাজ্জাক, নাইম হাসান আর নাজমুল হোসেন শান্তর মতো ক্রিকেটাররাও।
আগামী জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। তবে ক্যারাবিয়ান কন্ডিশনে মানিয়ে নিতে বেশ আগেই সেখানে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০ জুন তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
২৮ জুন অ্যান্টিগোতে একটি প্রস্তুতি ম্যাচের মধ্যে দিয়ে সিরিজ শুরু হবে বাংলাদেশের।
প্রাথমিক দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাইম হাসান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বী, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, নাজমুল অপু, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু, আবদুর রাজ্জাক।
//এস এইচ এস//টিকে