প্রাথমিক দলে রাজ্জাক, উপেক্ষিত তুষার
প্রকাশিত : ১৭:১৫, ৯ মে ২০১৮
টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে টাইগারদের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা আব্দুর রাজ্জাক ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ সদস্যের প্রাথমিক দলে। তবে ঘরোয়া ক্রিকেটে রানফোয়ারা ছোটানো আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান উপেক্ষিতই থেকেছেন।
গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সফরের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। আগামী রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। সেদিন সকাল পৌনে নয়টায় ফিটনেস ট্রেনার মারিও ভিল্লা ভারায়নের কাছে সবাইকে রিপোর্ট করতে বলা হয়েছে।
রাজ্জাক দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে গত শ্রীলঙ্কা সিরিজে ঢাকা টেস্টে খেলেছেন। কদিন আগে শেষ হওয়া প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন রাজ্জাক। ৩৫ বছর বয়সী বাঁহাতি স্পিনার ২৫ গড়ে নেন ৪৩ উইকেট।
প্রাথমিক দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, এনামুল হক বিজয়, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু, আব্দুর রাজ্জাক।
একে//এসি