ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের সফর বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ৯ মে ২০১৮ | আপডেট: ২০:৫৯, ৯ মে ২০১৮

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের কথা ছিল সে দেশের। সিরিজটি চলতি বছরের শেষের দিকে হওয়ার কথা। কিন্তু হঠাৎ করে অস্ট্রেলিয়া বাংলাদেশের সফরটি বাতিল করে দিয়েছে। এ সিরিজ থেকে তাদের তেমন কিছু পাওয়ার নেই এমন অজুহাতে বাতিল করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ।   

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড মনে করছে বছরের শেষের দিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন ‘অহেতুক’। তারা বলছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো অস্ট্রেলিয়ানদের মধ্যে কোনো আগ্রহই তৈরি করবে না। এ কারণে, সিরিজটিই বাতিল করে দিয়েছে তারা।

এই সিরিজে দুইটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল। এ বছরের আগস্ট ও সেপ্টেম্বর ২০১৮তে অস্ট্রেলিয়ার মাটিতে এই সিরিজ হওয়ার তারিখ নির্ধ ারণ করা হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া এখন বলছে এই সিরিজ অর্থনৈতকিভাবে অলাভজনক। তাই এটি বাতিল করা হলো। 

এ বিষয়ে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা কিছু বিকল্পের কথা বলেছি। এখন তাদের সাড়া পাওয়ার অপেক্ষায় আছি। সূত্র: ইএসপিএন ক্রিকইনফো। 

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি