ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সাকিবদের কাছে পাত্তাই পেলো না দিল্লি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ১১ মে ২০১৮

এবারের আইপিএলে একের পর এক দুর্দান্ত জয় তুলেই নিচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। বড় লক্ষ্যও এখন উইলিয়ামসন-সাকিবদের বাধা হয়ে দাঁড়াতে পারছে না।  

বৃহস্পতিবার রেকর্ড জুটিতে দল হায়দরাবাদকে জেতালেন ধাওয়ান-উইলিয়ামসন। এ জয়ের পরে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে প্লে-অফে চলে গেলো হায়দরাবাদ।

দিল্লি ডেয়ারডেভিলসের দেওয়া ১৮৮ রানের লক্ষ্যকেও মামুলি টার্গেট বানিয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে হায়দরাবাদ।

ফিরোজ শাহ কোটলায় ১৮৭ রান তাড়া করতে নেমে হায়দরাবাদের শুরুটা খুব বাজে হয়েছিল। দ্বিতীয় ওভারেই দলীয় ১৫ রানে ফিরে গেছেন অ্যালেক্স হেলস। দিল্লি হয়তো ভাবতেও পারেনি এটি তাদের বোলিংয়ে একমাত্র সাফল্য হয়ে থাকবে। কিন্তু এত বড় ধাক্কাও মামুলি হয়ে গেছে শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসনের কাছে। প্রথম দুই ওভার একটু দেখেশুনে খেলেছেন দুজন। থিতু হতে ওটুকু সময়ই শুধু দরকার হয়েছে তাদের।

এরপরই আক্রমণে গেছেন ধাওয়ান। অন্যপ্রান্তে ঠাণ্ডা মাথায় বল প্রতি রান তুলছিলেন উইলিয়ামসন। তবে খানিক পরেই ধাওয়ানকে অনুসরণ করে আগ্রাসী হয়েছেন অধিনায়কও। এতেই ১১তম ওভারেই এক শ পেরিয়ে যায় হায়দরাবাদ। ধাওয়ানের ফিফটি এসেছে এরপরই। ৩০ বলে পঞ্চাশ ছুঁতে ৬ চার ও ২ ছক্কা মেরেছেন। উইলিয়ামসনের ফিফটি ছুতে অবশ্য ৮ বল বেশি লেগেছে। চার ও ছক্কাও মেরেছেন ধাওয়ানের চেয়ে একটি করে কম।

কম যাননি অধিনায়ক উইলিয়ামসনও। শেষ পর্যন্ত ৫৩ বলে ৮৩ রান করে দল জিতিয়েই ফিরেছেন উইলিয়ামসন। তার ইনিংসে ছিল ৮ চার ও ২ ছক্কা। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬টি হাফসেঞ্চুরিসহ ৪৯৩ করা এ কিউই চলমান আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন। সমান ম্যাচে ৫২১ করা দিল্লির প্যান্ত শীর্ষে রয়েছেন। এবারের আইপিএলের রেকর্ড ১৭৬ রানের জুটিতে তার সঙ্গী ধাওয়ান অবশ্য চার-ছক্কায় এগিয়ে ছিলেন। ৯ চার ও ৪ ছক্কায় ৫০ বলে ৯২ রান ধাওয়ানের। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে ধাওয়ানের।

এ জয়ে প্রথম দুই দলের মধ্যে থাকা নিশ্চিত হয়ে গেলো সানরাইজার্স হায়দরাবাদের। আর ১১ ম্যাচে ছয় পয়েন্ট পেয়ে বিদায় নিল দিল্লি। তবে এই ম্যাচের ফলে কলকাতা নাইট রাইডার্সের ভাগ্যে কোনও বদল হল না। প্লে-অফে উঠতে গেলে শেষ তিনটি ম্যাচ বড় ব্যবধানেই জিততে হবে দীনেশ কার্তিকদের।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি