ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

রোনালদোর বাড়িতে ‘নিষিদ্ধ’ মেসি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ১৩ মে ২০১৮

ফুটবল বিশ্বে কাঁধে কাঁধ মিলিয়ে চলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু রোনালদোর বাড়িতে ‘মেসি’ শব্দ মুখে নেওয়াই নিষিদ্ধ!

বাড়িতে আসার পর তার চির প্রতিদ্বন্দ্বী মেসিকে নিয়ে সব ধরনের আলোচনা এড়িয়ে চলেন রোনালদো। ফরাসি সংবাদমাধ্যম লে কিপকে তার বোন কাতিয়া জানিয়েছেন, বাড়ির ভেতরে আমরা মেসিকে নিয়ে কথা বলি না।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সিতে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার সব চেষ্টা করেন মেসি ও রোনালদো। ব্যক্তিগত অর্জনের জন্যও তাদের প্রতিদ্বন্দ্বিতা চোখে পড়ার মতো। কিন্তু ওসব শুধুই মাঠে। বাইরের ‘ঝামেলা’ বাড়িতে নিয়ে আসেন না রিয়াল ফরোয়ার্ড। এমনটাই জানালেন রোনালদোর বোন কাতিয়া।

কাতিয়া মনে করেন, পেশাদার ও ব্যক্তিগত জীবনে সঠিক ভারসাম্য আনার কারণেই এই আধুনিক ফুটবলের শীর্ষে আছেন রোনালদো।

প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত বর্তমান চুক্তি আছে ৩৩ বছর বয়সী রোনালদোর। তার মা ডোলোরেস আভেইরোর লে কিপকে বলেছেন, ‘কয়েক জন খেলোয়াড় ৩৭ বছর পর্যন্ত খেলেছে। যতদিন পারবে রোনালদো খেলে যাবে। আমি মনে করি আরও তিন-চার বছর বেশি খেলতে পারবে ও।’

সূত্র: গোল ডটকম

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি