ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

অবৈধ বোলিং ধরার প্রক্রিয়া নিয়ে হাফিজের ‘সন্দেহ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ১৩ মে ২০১৮

তৃতীয়বারের মতো অবৈধ বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের এই অলরাউন্ডার এবার প্রশ্ন তুলেছেন বোলারদের অবৈধ অ্যাকশন ধরার ব্যাপারে আইসিসির কার্যপ্রণালি নিয়ে। তার মতে, প্রক্রিয়াটা সন্দেহজনক।

গত বছরের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে হাফিজের বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ তোলেন আম্পায়ারেরা। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে তৃতীয়বারের মতো অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন তিনি। ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে অ্যাকশন শুধরে ফেরার পর ‘বিবিসি উর্দু’কে হাফিজ বলেন, এ ব্যাপারে অনেক কিছুর প্রভাব রয়েছে (যাঁদের অ্যাকশন অবৈধ ধরা হয়)। কিছু শক্তিশালী বোর্ডের ভূমিকা রয়েছে, কেউ তাদের মুখোমুখি দাঁড়াতে চায় না।

তৃতীয়বারের মতো অবৈধ অ্যাকশনের জন্য অভিযুক্ত হওয়ার পর পরীক্ষাগারে গিয়ে হাফিজ দেখেন, বোলিংয়ের সময় তার হাত ১৫ ডিগ্রির সামান্য ওপরে ভাঁজ হয়। অর্থাৎ তেমন গুরুতর কিছু না। কিন্তু খালি চোখে মাঠের আম্পায়ারেরা তা বুঝলেন কীভাবে? ঠিক এ ব্যাপারটা নিয়েই প্রশ্ন তুলেছেন হাফিজ, আম্পায়ারেরা প্রশ্ন তোলার পর পরীক্ষায় দেখেছি আমার হাত ১৬, ১৭ সর্বোচ্চ ১৮ ডিগ্রি ভাঁজ হয়। অবাক লেগেছে খালি চোখে এই সামান্য পার্থক্যটুকু তারা বুঝলেন কীভাবে, যখন অনেকের অ্যাকশনে কনুই ২৫ থেকে ৩০ ডিগ্রি ভাঁজ হলেও তারা ধরতে পারেন না?

হাফিজ তাই সাফ বলে দিয়েছেন, অবৈধ অ্যাকশন ধরার প্রক্রিয়া নিয়ে আমার সন্দেহ হয়। যাদের ৩৫ ডিগ্রি পর্যন্ত ভাঁজ হচ্ছে, সেটা কেউ দেখছে না কিন্তু আমার ১৬ ডিগ্রি তারা খালি চোখেই ধরে ফেললেন—এ ব্যাপারটা সন্দেহজনক।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি