আজ গর্ডন গ্রিনিজ ঢাকায় আসছেন
প্রকাশিত : ১৪:২৩, ১৩ মে ২০১৮ | আপডেট: ১৪:২৪, ১৩ মে ২০১৮
ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তি গর্ডন গ্রিনিজ আজ রোববার বাংলাদেশে আসবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে সাবেক শিষ্য ও সহকর্মীদের সঙ্গে দেখা করতে পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন গ্রিনিজ। আজ সন্ধ্যায় ঢাকায় পা রাখবেন এই কিংবদন্তি।
আগামীকাল রাজধানীর একটি হোটেলে সাবেক শিষ্য ও সহকর্মীদের সঙ্গে তার দেখা হবে। তাদের সঙ্গে কথা বলতে, অতীত স্মৃতি রোমন্থন করবেন আর বাংলাদেশকে নিয়ে তার আশা-স্বপ্নের কথা বলবেন। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল সোনারগাঁওয়ে বিসিবির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমেই ক্রিকেটে বাংলাদেশের উত্থান। আইসিসি ট্রফি উপহার দেওয়ায় বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্বও পান গ্রিনিজ। ১৯৯৯ বিশ্বকাপে অংশ নেওয়ার পর এখন পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ।
১৯৯৭ সালেই বাংলাদেশের কোচের দায়িত্ব পান তিনি। প্রথম সুযোগেই বাজিমাত। কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কিন্তু গর্ডন গ্রিনিজের বাংলাদেশ অধ্যায় শেষ হয়েছিল বাজেভাবে। ৯৯ বিশ্বকাপে ওয়াসিম আকরামদের ভয়ংকর পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক জয়ের কয়েক ঘণ্টা আগে গ্রিনিজের হাতে বরখাস্তের চিঠি ধরিয়ে দেয় তখনকার ক্রিকেট বোর্ড!
বোর্ডের কিছু কর্মকর্তার সঙ্গে বিবাদের জেরে চাকরি হারানো গ্রিনিজ তবু সেদিন খেলোয়াড়দের অভিনন্দন জানাতে ভোলেননি। সেই গ্রিনিজ আবারো বাংলাদেশে আসছেন, মাথা উঁচু করে, সম্মানের সঙ্গে।
এসএইচ/