প্রধান কোচের অনিশ্চয়তা কাটেনি টাইগারদের
প্রকাশিত : ২১:৩৩, ১৩ মে ২০১৮ | আপডেট: ২১:৩৮, ১৩ মে ২০১৮
ওয়ানড-টি টুয়েন্টি ও টেস্ট সব মিলিয়ে টানা চারটি সিরিজ প্রধান কোচ বিহীন টাইগাররা যাত্রা করলেও এখনো মেলেনি প্রধান কোচ। তবে মাত্র কদিন পরেই শুরু হচ্ছে আফগানিস্তানের সঙ্গে সিরিজ। তবে এই সিরিজেও নতুন কোচের দেখা মিলবে, এমন নিশ্চয়তা দিতে পারছেন না ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও।
বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ম্যানেজার খালেদ মাহমুদ। আবার নিদাহাস ট্রফিতে সে দায়িত্ব পালন করেছেন টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এদিকে আসন্ন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ওয়ালশকেই দেখা যেতে পারে মূল কোচের ভূমিকায়। তবে এর মধ্যে নতুন কোচ পাওয়া গেলে সেই দায়িত্ব বর্তাবে নতুন কোচের ওপরই। এমনটিই জানিয়েছেন আকরাম খান।
এমজে/