ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গুঞ্জন নিয়ে বিরক্ত নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ১৪ মে ২০১৮

দলবদল নিয়ে কথা বলার সময় এটা নয়। আমার সম্পূর্ণ মনোযোগ এখন বিশ্বকাপের দিকে। দলবদল নিয়ে কথা বলা নয়। দলবদল নিয়ে শুনে শুনে আমি ক্লান্ত। কথাগুলো বলছিলেন ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার।

ব্রাজিলীয় তারকা যখন দলবদলের রেকর্ড গড়ে গত বছরের আগস্টে বার্সেলোনা থেকে পিএসজিতে এলেন, তখন থেকেই তার দল বদল নিয়ে গুঞ্জন চলছে। এ নিয়ে নেইমার এত দিন সরাসরি কোনো মন্তব্য করেননি।তবে এবার সরাসরি জানিয়ে দিলেন এসব গুঞ্জন তিনি বিরক্ত।

সম্প্রতি নেইমার ফ্রান্সের লিগ ওয়ানের সেরা খেলোয়ার হিসেবে পুরস্কার নিয়েছেন। পিএসজির হয়ে প্রথম মৌসুমেই সেরা।এ পর্যন্ত দলটির হয়ে প্রথম মৌসুমেই ৩০ ম্যাচে ২৮ গোল করেছেন নেইমার।

গত শনিবার পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি নেইমার পিএসজিতেই থাকছেন তার সত্যতা নিশ্চিত করেছেন।

এবারের বিশ্বকাপ মৌসুমের জন্য অনেকেই ব্রাজিলকে ফেবারিট হিসেবে বিবেচনা করছেন। তাই এ বিশ্বকাপকে ঘিরে নেইমারের আগ্রহের বিষয়টি তুলে ধরেন।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি