মুম্বাইয়ের আশা কি শেষ?
প্রকাশিত : ২০:৫৯, ১৪ মে ২০১৮ | আপডেট: ২৩:৫২, ১৪ মে ২০১৮
খেলা হচ্ছিল মুম্বাই আর রাজস্থান রয়্যালস এর মধ্যে। ইনিংসের অর্ধেকটা শেষ। ১০ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ানস সংগ্রহ করেছে ৮৬ রান। হাতে রয়েছে সব কটি ইউকেট। মুম্বাইয়ের স্কোর ২০০ পেরিয়ে যাওয়ার কথা। সেই তারাই শেষে করল ৬ উইকেটে ১৬৮। মামুলি সে স্কোর ২ ওভার আর ৭ উইকেট হাতে রেখে জিতে গেছে রাজস্থান রয়্যালস। আর এই পরাজয়ে সেরা চারের জায়গাটি আবারও নিজেদের দোষেই অনিশ্চিত করে ফেলল মুম্বাই। মুম্বাইয়ের প্লে অফে যাওয়া এখন কতটা কঠিন?
এখনো আশা আছে তাদের। মুম্বাই আজ প্রার্থনা করবে বেঙ্গালুরুর বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাব যেন হারে। পাঞ্জাব হারলে শেষ দুই ম্যাচের একটি জিতলেও মুম্বাইয়ের আশা থাকবে। আর যদি পাঞ্জাব জিতে যায়, শেষ দুটি ম্যাচ মুম্বাইকে জিততেই হবে। এমনকি তখন জিতলেও পুরো আশা থাকবে না।
মুম্বাইয়ের শেষ দুটি ম্যাচ পাঞ্জাব ও দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে। ১৬ ও ২০ মে।
আইপিএল পয়েন্ট টেবিল
এসি