ক্যান্সার আক্রান্ত মাকে দেখতে গেলেন মুশফিক
প্রকাশিত : ২৩:০২, ১৪ মে ২০১৮
আজকে ছিল মুশফিকুর রহিমের বিশ্রামের দিন। কিন্তু বিশ্রাম না নিয়ে পিত্তথলির ক্যানসারে আক্রান্ত এক মাকে দেখতে গেলেন তিনি। যাকে দেখতে গেলেন তিনি হচ্ছেন এক সতীর্থ খেলোয়াড় হুমায়ূন কবীরের মা।
ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে গতকাল থেকে। আজ সোমবার ছিল তার বিশ্রামের দিন। কিন্তু বিশ্রামে না গিয়ে ঘণ্টা দু-এক অনুশীলনের পর বেলা একটার দিকে মুশফিক গেলেন হুমায়ূন কবীরের বাসায় তার মাকে দেখার জন্য। হুমায়ূন কবীর (২৮) ১০টি প্রথম শ্রেণি ম্যাচ আর ৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। পরে নানা কারণে খেলায় নিয়মিত হননি হুমায়ূন।
কিছুদিন আগে তার বাব ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। একই সময়ে তার মায়ের শরীরেও ধরা পড়ে ক্যানসার। জীবনের এই সংকটময় মুহূর্তে হুমায়ূনের পাশে এসে দাঁড়ান মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটাররা।
মুম্বাইয়ে চিকিৎসার পর কিছুটা উন্নতি হয়েছে হুমায়ূনের মায়ের।
এমএইচ/টিকে