রাজস্থানকে হারিয়ে শেষ চারের আরও কাছে কলকাতা
প্রকাশিত : ০৯:৩১, ১৬ মে ২০১৮
লক্ষ্যটা খুব একটা কঠিন ছিল না কলকাতা নাইট রাইডার্সের। সেটি কঠিন হতে দেননি ক্রিস লিন। তাই জয় পেতে বেগ পেতে হয়নি তাদের। রাজস্থান রয়েলসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে কলকাতা। এই জয়ে প্লে অফের সম্ভাবনাটা আরও উজ্জ্বল করল তারা।
মঙ্গলবার আইপিএলের ৪৯তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে রাজস্থান রয়্যালসের দেওয়া ১৪৩ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে টপকে গেছে দিনেশ কার্তিকরা। এই জয়ে শেষ ম্যাচের আগে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে কলকাতা।
আগে ব্যাটিংয়ে নেমে দুরন্ত সূচনার পরও ১৯ ওভারে ১৪২ রান তুলতে অলআউট হয়ে যায় রাজস্থান রয়েলস।
উদ্বোধনী জুটিতে জস বাটলার ও রাহুল ত্রিপাথি ৪.৫ ওভারেই যোগ করেন ৬৩ রান। তবে পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৯ ওভারে তারা অলআউট হয়ে যায় ১৪২ রানে। সহজ এই লক্ষ্য ক্রিস লিন ও দিনেশ কার্তিকের ব্যাটে টপকে যায় কলকাতা ১৮ ওভারেই।
নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের শর্ট বলে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপার দিনেশ কার্তিকের হাতে ক্যাচ তুলে দেন ত্রিপাথি। সাজঘরে ফেরার আগে এ অলরাউন্ডার ১৫ বলে চার বাউন্ডারি এবং এক ছক্কায় ২৭ রান করেন।
কুলদীপ তার ঘূর্ণি জাদুতে তুলে নেন আজিঙ্কা রাহানে (১১), বেন স্টোকস (১১) ও স্টুয়ার্ট বিনির (১) উইকেট তিনটি। শেষ দিকে জয়দেব উনাড়কাট ১৮ বলে ২৬ রান করলে রাজস্থান অলআউট হওয়ার আগে করে ১৪২ রান।
রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করে ওপেনার জস বাটলার। ২৭ রান করেন আরেক ওপেনার রাহুল ত্রিপাথি। এছাড়া ২৬ রান করেন উনাদখত।
সহজ এই লক্ষ্যে খেলতে নেমে কলকাতাকে দারুণ শুরু এনে দেন সুনীল নারিন। ক্যারিবিয়ান স্পিনার ৭ বলে ২ চার ও ২ ছক্কায় করেন ২১ রান। ওয়ান ডাউনে নামা রবিন উথাপ্পা (৪) সুবিধা করতে না পারলেও নিতিশ রানার ১৭ বলে করা ২১ রান চালকে আসনে রাখে কলকাতাকে।
আরেক ওপেনার ক্রিস লিন অবশ্য অন্যপ্রান্ত আগলে রাখেন, ৪২ বলে তিনি খেলে যান কার্যকরী ৪৫ রানের ইনিংস। সেই ভিতের ওপর দাঁড়িয়ে কলকাতার জয় নিশ্চিত করেন অধিনায়ক দিনেশ কার্তিক (২৮ বলে ৩১*) ও আন্দ্রে রাসেল (৮ বলে ২০*)।
প্লে অফের আগে কলকাতার আরেকটি ম্যাচ বাকি। সেটি আগামী ১৯ মে সাকিবদের হায়দরাবাদের বিপক্ষে। ১৪ এপ্রিল ইডেনে কলকাতার বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন সাকিব। এবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের উঠানে কলকাতাকে আরও চেপে ধরার সুযোগ বিশ্বসেরা অলরাউন্ডারের।
সূত্র: ক্রিকইনফো
একে//