ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জার্মান বাহিনীতে নেই মারিও গোৎসে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৬ মে ২০১৮

তার কথা মনে আছে! গত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করে যিনি জার্মানিকে শিরোপা উপহার দিয়েছিলেন। আনন্দের জোয়ারে ভাসিয়েছিলেন কোটি জার্মানকে। ভেঙেছিলেন লাখো আর্জেন্টাইনের হৃদয়।

নির্মম বাস্তবতা হল, সেই মারিও গোৎসে নেই এবারের বিশ্বকাপে। রাশিয়া বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন জার্মান কোচ জোয়াকিম লো। তাতে জায়গা হয়নি দেশটিকে চতুর্থ বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসানো গোল স্কোরারের।
বরুসিয়া ডর্টমুন্ডে খেলা গোৎসের এবারের মৌসুমটা মনের মতো হয়নি। ৩২ ম্যাচে করেছেন মাত্র ২ গোল। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ দলে তার স্থান পাওয়া নিয়ে সংশয় ছিল। অবশেষে সেটিই সত্যি হল।
তবে ঠাঁই পেয়েছেন ম্যানুয়েল নয়্যার। গেল সেপ্টেম্বরে পা ভেঙে যাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক।
প্রত্যাশিতভাবে দলে ঠাঁই পেয়েছেন বোয়াটেং, খেদিরা, ক্রুস, ওজিলের মতো অভিজ্ঞ ফুটবলাররা। সব মিলিয়ে পঞ্চম শিরোপা মিশনে শক্তিশালী দল দিয়েছেন লো।
এবারের বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে রয়েছে জার্মানি। যেখানে তাদের প্রতিপক্ষ মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া। ১৭ জুন মেক্সিকোর বিপক্ষে লড়াই দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখার অভিযান শুরু করবেন ওজিলরা।
জার্মানির ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক : বেনার্দ লেনো (লেভারকুসেন), ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা) ও কেভিন ট্র্যাপ (পিএসজি)।
ডিফেন্ডার : জেরোম বোয়াটেং (বায়ার্ন), ম্যাথিয়াস জিন্টার (মুনশেনগ্লাডবাখ), হোনাস হেক্টর (কোলন), ম্যাট হামেলস (বায়ার্ন), জশুয়া কিমিখ (বায়ার্ন), মারভিন প্লাতেনহার্ট (হার্থা বার্লিন), আন্তোনিও রুডিগার (চেলসি), নিকলাস সুল (বায়ার্ন), জোনাথন বাহ (লেভারকুসেন)।
মিডফিল্ডার : জুলিয়ান ব্রান্দ (লেভারকুসেন), জুলিয়ান ড্রাক্সলার (পিএসজি), লিওন গোর্তেকা (শালকে), ইকাই গুন্দোগান (ম্যানচেস্টার সিটি), সামি খেদিরা (জুভেন্টাস), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), মেসুত ওজিল (আর্সেনাল), সেবাস্তিয়ান রুদি (বায়ার্ন), লেরয় সানে (ম্যানচেস্টার সিটি)।
স্ট্রাইকার : মারিও গোমেজ (স্টুটগার্ট), থমাস মুলার (বায়ার্ন), নিলস পিটারসেন (ফ্রেইবুর্গ), মার্কো রয়েস (ডর্টমুন্ড) ও তিমো ওয়ের্নার (লাইপজিগ)।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি