টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি
প্রকাশিত : ১৪:১৬, ১৬ মে ২০১৮
১৪ বছর পর জ্যামাইকায় বাংলাদেশের টেস্ট
প্রথমবারের মতো অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আর ১৪ বছর পর জ্যামাইকার স্যাবিনা পার্কে টেস্ট খেলবে তারা। বাংলাদেশের সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যেখানে সিরিজের দুটি টেস্ট রাখা হয়েছে অ্যান্টিগা আর জ্যামাইকায়।
২০১৪ সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। এই সফরে টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টিও খেলবে টাইগাররা।
আগামী ৪ জুলাই অ্যান্টিগায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট, চলবে ৮ জুলাই পর্যন্ত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১২ জুলাই জ্যামাইকায় অনুষ্ঠিত হবে।
২০০৪ সালের জুনে জ্যামাইকায় নিজেদের একমাত্র টেস্টটি খেলে বাংলাদেশ। সেই ম্যাচে ইনিংস ও ৯৯ রানে হারে অতিথিরা।
টেস্ট সিরিজের পর শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম দুই ওয়ানডে গায়ানায়। গায়ানায় ২২ ও ২৫ জুলাই হবে প্রথম দুটি ওয়ানডে। ২০০৭ সালে বিশ্বকাপে সর্বশেষ এই ভেন্যুতে খেলেছিল টাইগাররা। ২৮ জুলাই সেন্ট কিটসে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। একই ভেন্যুতে ৩১ জুলাই হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ৪ ও ৫ অগাস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ দুটি টি-টোয়েন্টি খেলবে সাকিবের দল।
টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি
জুলাই ৪-৮ : প্রথম টেস্ট, অ্যান্টিগা
জুলাই ১২-১৬ : দ্বিতীয় টেস্ট, জ্যামাইকা
জুলাই ২২ : প্রথম ওয়ানডে, গায়ানা
জুলাই ২৫ : দ্বিতীয় ওয়ানডে, গায়ানা
জুলাই ২৮ : তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস
জুলাই ৩১ : প্রথম টি-টোয়েন্টি, সেন্ট কিটস
আগস্ট ৪ : দ্বিতীয় টি-টোয়েন্টি, ফ্লোরিডা
আগস্ট ৫ : তৃতীয় টি-টোয়েন্টি, ফ্লোরিডা
একে// এআর