ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

ভারত স্বার্থপর: মার্ক ওয়াহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ১৮ মে ২০১৮

গোলাপি বলে টেস্ট না খেলার অনীহা প্রকাশ করায় ভারতকে স্বার্থপর বলে আখ্যায়িত করেছেন অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহ। এ বছরের ডিসেম্বর ভারত-অস্ট্রেলিয়া সিরিজে একটি দিবারাত্রির টেস্টের জন্য যখন সবাই মুখিয়ে, ঠিক তখনই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, এই সিরিজে গোলাপি বলে টেস্ট খেলবে না তারা।

এ বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সিরিজের গুরুত্ব আর দিনরাতের টেস্ট খেলায় নিজেদের ‘প্রস্তুতিহীনতা’কে কারণ হিসেবে দেখিয়েছে তারা। বিসিসিআইয়ের এ সিদ্ধান্তে চরম হতাশ সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার মার্ক ওয়াহ। বিসিসিআইকে রীতিমতো ‘স্বার্থপর’ই মনে হচ্ছে তাঁর।

দিবারাত্রি টেস্টে ভারতকে আগ্রহী করে তোলার চেষ্টাও করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক এই নির্বাচক। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াহ বলেন, ‘দিবারাত্রি টেস্টের জন্য ভারত খুবই ভালো দল হতে পারত। কারণ তাদের ভালো কিছু ফাস্ট বোলার আছে। তাদের স্পিনার ও ব্যাটসম্যানরাও স্কিলে খুবই ভালো।’

২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিবারাত্রির টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। প্রতিবারই এ ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে আগ্রহ থাকে। ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করে টিভি সম্প্রচারের জন্য দিবারাত্রির টেস্ট খুবই ভালো। কিন্তু ভারতকে রাজি করাতে পারেনি তারা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি