ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

ব্রিটিশ জাদুঘরে সালাহর বুট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ১৯ মে ২০১৮ | আপডেট: ১২:২১, ১৯ মে ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ছেন লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। ২০১৭-১৮ মৌসুমে ৩২টি গোল করে এই নজির গড়ছেন তিনি। এই পারফরম্যান্সের জন্য জিতে নিয়েছেন গোল্ডেন বুটও।

এবার গোল্ডেন বুট জয়ী সালাহকে নিয়ে বেশ আগ্রহ দেখাল ব্রিটিশ জাদুঘর। সালাহর এক জোড়া বুট দেখা যাবে ব্রিটেনের জাদুঘর। জাদুঘর কর্তৃপক্ষকে ইতিমধ্যেই অ্যাডিডাসের এক্স-১৭ মডেলের এক জোড়া বুট দিয়ে দিয়েছেন সালাহ। মিসরের মূল্যবান ঐতিহাসিক প্রত্নতত্ত্বের পাশেই রাখা হয়েছে সালাহর বুট জোড়া। ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে এই প্রদর্শনী শুরু হবে।
মিশরীয় রাজা ‘ফারাও’-দের সংরক্ষিত প্রত্নতত্বের পাশে প্রদর্শিত হবে মোহাম্মদ সালাহর বুট। ব্রিটিশ জাদুঘরের অন্যতম কর্তা নিয়েল স্পেনসার বলেন, ‘বুট জোড়া একজন আধুনিক মিশরীয় আইকনের কথা বলে যিনি ইংল্যান্ডে পারফর্ম করছেন। বিংশ এবং একবিংশ শতকের মিশরীয়দের জীবনযাত্রার গল্প বলার পরিকল্পনাকে সফল করতে এই উদ্যোগ।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি