ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রিয়ালের দুর্বলতা পাচ্ছে না লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ২৩ মে ২০১৮ | আপডেট: ২৩:৫৬, ২৩ মে ২০১৮

বায়ার্ন মিউনিখের ও আয়াক্সের পর তৃতীয় ক্লাব হিসেবে টানা তিনবার ইউরোপের শীর্ষ ক্লাব টুর্নামেন্টের শিরোপা জয়ের হাতছানি রিয়ালের সামনে। ২০০৭ সালের পর প্রথমবার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে লিভারপুল।

ইউক্রেনের  কিয়েভে শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে এই শক্তিশালী দুই দল।

চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৪০টি গোল করেছে লিভারপুল। বার্সেলোনার সাথে যৌথভাবে সর্বোচ্চ ছয় ম্যাচে কোনো গোল হজম করতে হয়নি তাদের। তবে ফাইনালে রিয়ালকে ফেভারিট মানছেন অনেকে।

ব্রিটিশ গণমাধ্যম মিররকে কোচ ক্লপ বলেন বলেন, ‘তারা (টানা) দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আবারও ফাইনালে পৌঁছেছে! বায়ার্ন মিউনিখ ভেবেছিল দুই ম্যাচেই (সেমি-ফাইনালের দুই লেগে) তারা তুলনামূলক ভালো দল ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোন দলটা ভালো হলো?

‘‘দুটি গোল করতে রিয়ালের চারটি সুযোগ প্রয়োজন। বায়ার্নের একটি গোল করতে লাগে আটটি সুযোগ। রিয়াল আগাগোড়া অভিজ্ঞ, কোন দুর্বলতা নেই।’’

‘‘আপনারা যেটা বলেন ফুটবল ততটা সহজ নয়। যদি মার্সেলো আক্রমণে ওঠে এবং আমরা মোহামেদ সালাহকে ফাঁকা জায়গা কাজে লাগাতে দেই, সালাহ রামোসের সামনে পড়বে।’’

ক্লপ মনে করেন ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারাতে অদম্য সাহসিকতার পরিচয় দিতে হবে লিভারপুলকে। ‘‘আমাদের সুযোগ আছে, আমরা সেটা জানি এবং তারাও সেটা জানে।’’

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি