হাসান আলীর গোলায় ব্যাটিং বিপর্যয়ে ইংলিশরা
প্রকাশিত : ১৭:৫৪, ২৪ মে ২০১৮
ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট সিরিজে পেস বোলার হাসান আলীর গোলায় বিধ্বস্ত ইংলিশদের টপঅর্ডার ব্যাটসম্যানরা।
শুরুতেই মুহাম্মদ আব্বাস ইংলিশ শিবিরে আঘাত হানে। ওপেনিং ব্যাটসম্যান মার্ক স্টোনম্যানকে মাত্র ৪ রানে ফিরিয়ে দেন আব্বাস। দলীয় রান ১২ হতেই স্টোনম্যানকে বোল্ড করে দিয়ে ইংলিশ শিবিরে প্রথম ধাক্কা দেয় আব্বাস।
এরপর দলীয় রানের চাকা কিছুটা সচলের চেষ্টা করেন জো রুট এবং অ্যালিস্টার কুক। তবে জো রুটকেও দাড়াঁতে দেননি আরেক পেসার হাসান আলী। ২৪ বলে মাত্র ৪ রান করেই উইকেটকিপার সরফরাজ আহমদের তালুবন্দি হন রুট। এরপর একই কায়দায় মাত্র ছয় রানে ফিরিয়ে দেন দাওয়িড মালানকেও। তবে এক প্রান্তে থেকে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখলেও অন্যপ্রান্ত আগলে রেখেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৪৩ রান। হাতে আছে আর সাত উইকেট। হাসান আলী ৭ ওভারে ১৮ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন।
সূত্র: বিবিসি
এমজে/