ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আর্জেন্টিনাকে নিয়ে ভরসা পাচ্ছেন না ম্যারাডোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ২৫ মে ২০১৮

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে একটুও ভরসা পাচ্ছেন না ১৯৮৬ বিশ্বকাপের নায়ক ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনা গ্রুপ পর্বেই ধরা খেয়ে যায় কি না, এমন শঙ্কাও প্রকাশ পেল ম্যারাডোনার কথায়।

একে তো আর্জেন্টিনা এমন এক গ্রুপে পড়েছে, বাকি তিন দল কেউ কারও চেয়ে কম নয়। ফলে পরিষ্কার দুই ফেবারিট নেই এই গ্রুপে। কোন দল কাকে কখন কাটবে, বলা কঠিন। ফলে আর্জেন্টিনার পথচলা মসৃণ হবে না। তবে প্রতিপক্ষের চেয়ে ম্যারাডোনাকে বেশি ভাবাচ্ছে আর্জেন্টিনা দলটাই। এই দলে ম্যারাডোনা কোনো নেতা দেখেন না। দেখেন না পরিকল্পনার ছাপও।

ম্যারাডোনা বলেছেন, ‘আমার তো সন্দেহ হয়, সত্যিই সন্দেহ হয়। আশা তো করি, প্রথম রাউন্ডটা ভালোয় ভালোয় পার করে দেব। আইসল্যান্ড, নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া আমাদের জন্য কখনোই সহজ হবে না, কখনোই না।’

‘এই দলের কোনো অভিজ্ঞতা নেই, সামনে থেকে পথ দেখায়, এমন কোনো নেতা নেই, কোনো রণকৌশল নেই। আমার তো মনে হয়, আর্জেন্টিনা দলের মানমর্যাদাই এবার ঝুঁকির মধ্যে রয়েছে। আর্জেন্টিনা থেকে খবর পেয়েছি যে তারা ২-৩-৩-২ ফরম্যাটে খেলতে চায়। এটা হাস্যকর। এখন কেউ এভাবে খেলে বলুন? এ রকম খেলা তো সেই ১৯৩০ সালে খেলা হতো।’

কেআই/ এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি