ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

আইপিএলের সেরা ভেন্যু ইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ২৭ মে ২০১৮

নাইটদের হারের দিন ইডেনের মুকুটে জুড়ল নতুন পালক। এগারোর আইপিএলে সেরা ভেন্যু ও মাঠ নির্বাচিত হয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। দশটি স্টেডিয়ামের মধ্যে ইডেনই আয়োজক হিসেবে সেরা নির্বাচিত হয়েছে। ম্যাচ শেষে ক্রিকেটের নন্দনকাননের এই প্রাপ্তির কথা টুইট করে জানান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এগারোর আইপিএলে গ্রুপ পর্বের সাতটি ও প্লে-অফের দুটি ম্যাচ হয়েছে ইডেনে।
চলতি আইপিএলে ইডেন ছাড়াও নয় স্টেডিয়ামে খেলা হয়েছে। দিল্লির ফিরোজ শাহ কোটলা, মুম্বাইয়ের ওয়াংখেড়ে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম, পুণের এমসিএ স্টেডিয়াম, মোহালির আইএস বিন্দা স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, হায়দরাবাদের উপ্পল আর জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ হয়েছে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি