ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

লর্ডস টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারালো পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ২৭ মে ২০১৮

ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে পাকিস্তান। লর্ডসে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে সফরকারী পাকিস্তান। এর ফলে নির্ধারিত ৫ দিনের একদিন বাকি থাকতেই নিষ্পত্তি হয় ম্যাচের ফলাফল।

ম্যাচের প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানি বোলারদের হাতে ধরাশয়ী হয় ইংলিশ ব্যাটসম্যানরা। ৬ উইকেট হারিয়ে ২৩৬ রানে থাকা ইংল্যান্ড ২৪২ রানেই অলআউট হয়ে যায়। এর আগে প্রথম ইনিংসেও মাত্র ১৮৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। বাটলার ৬৭ আর বেস করেন ৫৭ রান।

ইংলিশ ব্যাটসম্যানরা যেখানে রীতিমত আত্মসমর্পণ করে সেখানে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৬৩ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের জন্য প্রয়োজন ছিল মাত্র ৬৪ রান। ১ উইকেট হারিয়ে মাত্র ১৩ ওভারেই সহজ এই লক্ষ্য পূরণ করে ফেলে সফরকারীরা।

পাকিস্তানি বোলার মোহাম্মদ আমির ৩৬ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। আর মোহাম্মদ আব্বাস দুই ইনিংসে ১২ (৪ ও ৮) উইকেট নিয়ে হন ম্যাচ সেরা খেলোয়াড়।  

সূত্র : বিবিসি।

//এস এইচ এস// এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি