আইপিএল শেষে ঢাকায় ফিরেছেন সাকিব
প্রকাশিত : ১৫:৫৫, ২৮ মে ২০১৮
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) মিশন শেষ করে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। সোমবার দুপুরে মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের সরাসরি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা বুকভরা আশা নিয়ে বসেছিল, সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ হবে চ্যাম্পিয়ন। সে সম্ভাবনা ছিল। কিন্তু গতকাল রোববার রাতে অসি শেন ওয়াটসনের অতিমানবীয় ব্যাটিংয়ে শিরোপা স্বপ্ন ভেঙে তছতছ হয়ে গেছে সাকিবদের। সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ রানার্সআপ, চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস।
ব্যাটিংটা সাকিবের মানের হয়নি। তারপরও বিশ্বসেরা অলরাউন্ডার মোটামুটি সফল একটি আইপিএলই শেষ করেছেন।
১৭ ম্যাচে করেছেন ২৩৯ রান। স্ট্রাইকরেট ১২১.৩১, গড় ২১.৭২। কোনও ফিফটি নেই। একবারের জন্য চল্লিশের ঘরেও পা রাখতে পারেননি এ টাইগার। সর্বোচ্চ ইনিংসটি ৩৫ রানের।
রানের দিক থেকে নামের সুবিচার করতে না পারলেও বল হাতে ছিলেন উজ্জ্বল। নিয়েছেন ১৪ উইকেট। ৭.৩৯ ওভার পিছু রান। এবারের আসরে তার সেরা বোলিং ফিগার ৩-১৭। এক ম্যাচে বল ও ব্যাট হাতে সেরা অলরাউন্ডিং পারফরম্যান্স ছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। ৭ মে হায়দরাবাদে হওয়া ম্যাচে ৩২ বলে ৩৫ রানের পাশাপাশি ৩৬ রানে ২ উইকেট দখল করেন সাকিব। ওই ম্যাচে নিয়েছিলেন সাবেক ভারতীয় উইকেটকিপার পার্থিব প্যাটেল আর বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেট দুটো।
এদিকে, আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের আমন্ত্রণ রয়েছে। সেখানে যোগ দিতে পারেন সাকিব। আগামীকাল মঙ্গলবার সকালে দিল্লির ফ্লাইট ধরবে বাংলাদেশ দল। দিল্লি হয়ে দেরাদুনে পা রাখবে টাইগাররা। আগামী ৩১ মে লর্ডসে বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ খেলে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তামিম ইকবালের। ব্যক্তিগত কারণে এই ম্যাচ থেকে আগেই নাম প্রত্যাহার করে নেন সাকিব।
একে//