ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ২৯ মে ২০১৮ | আপডেট: ০৯:০৬, ২৯ মে ২০১৮

দোরগোড়ায় রাশিয়া বিশ্বকাপ। সেই বিশ্বকাপের অন্যতম পোস্টার বয় তিনি। তাই তাকে ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের ম্যাচে তার মাঠে নামা নিয়ে আশায় বুক বাঁধছেন কোটি কোটি ফুটবলভক্ত৷ যাকে নিয়ে এত আলোচনা, সেই নেইমার কিন্তু পুরোপুরি সুস্থ নন।
সম্প্রতি নিজেই জানিয়েছেন সেকথা। নেইমার মেনে নিয়েছেন, ‘আমি এখনও একশো শতাংশ ফিট নই, পুরোপুরি ফিট হতে আরও কিছুটা সময় লাগবে৷’ তাঁর এমন মন্তব্যের পর নেইমারের মাঠে নামা নিয়ে আবারও ধোঁয়াশা শুরু হয়।
বিশ্বকাপ অভিযানে নামার আগে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপ মহড়ার সেই ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা তাও নিশ্চিত নয়।

এরই মধ্যে রবিবার রিও থেকে ইংল্যান্ড রওনা দিয়েছে টিম ব্রাজিল। এয়ারপোর্টে ব্রাজিলের সংবাদমাধ্যমকে নেইমার জানিয়েছেন, ‘শারীরিকভাবে আমি সুস্থ। পায়ের সমস্যাও সেরে গিয়েছে, কিন্তু কিছুটা হলেও এখনও অস্বস্তি রয়েছে। সেটাই এখনও আমায় ভোগাচ্ছে৷’

তিনি আরও বলেন, ‘আমি এখনও একশো শতাংশ সুস্থ নই। বিশ্বকাপ শুরুর এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে। এর মধ্যেই নিশ্চয় পুরোপুরি ফিট হয়ে উঠতে পারব বলে আশা রাখছি।’
এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি