ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

মাশরাফি-সাকিব নির্বাচন করবেন : পরিকল্পনা মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২৯ মে ২০১৮

জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে কোন দল থেকে তারা নির্বাচন করবেন তা বলেননি মন্ত্রী।

আজ মঙ্গলবার দুপুরে একনেক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে সবাই তাদেরকে (মাশরাফি সাকিব) সহায়তা করবেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি বিএনপি থেকেও তারা দাঁড়ান তারপরও তাদেরকে সহায়তা করবেন। কোন আসন থেকে নির্বাচন করবেন সেটিও এখন বলা যাবে না।

মুস্তফা কামাল বলেন, আমার ভোট ব্যংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন তারা। আমি যখন নির্বাচন করি ৪৮ বছর বয়সে, তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন। এখন মাশরাফি, সাকিবরা অনেক কম বয়সে নির্বাচন করবেন। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যগও করেছি। আমি পদত্যগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেতো। তিনি বলেন, আইসিসিতে এখন খারাপ লোকগুলো এখন আর নেই, এটা আমাদের সবার বিজয়।

 টিআর/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি