উন্নত চিকিৎসার জন্য স্পেনে সালাহ
প্রকাশিত : ১৬:১২, ২৯ মে ২০১৮
বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রস্তুত করতে এবার উন্নত চিকিৎসার জন্য স্পেনে উড়াল দিয়েছেন লিভারপুল স্ট্রাইকার মুহাম্মদ সালাহ। কিয়েভের ফাইনালে রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোসের সঙ্গে ধাক্কা লেগে কাঁধে ব্যথা পান সালাহ। এরপরই শঙ্কা জাগে, সালাহ কি বিশ্বকাপে খেলতে পারবেন? এরইমধ্যে নিজেকে একজন যোদ্ধা দাবি করে সালাহ বলেন, আমি একজন যোদ্ধা, আমি অবশ্যই বিশ্বকাপে খেলার ব্যাপারে শতভাগ আশাবাদী।
গত শনিবার দিবাগত রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার ২৬ মিনিটের মাথায় সার্জিও রামোস বিতর্কিত এক ট্যাকল করে বসেন লিভারপুল ফরোয়ার্ডকে। মুহুর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সালাহ। তবে প্রাথমিক চিকিৎসা শেষে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও অবশেষে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন সালাহ। তাই নিজের প্রথম বিশ্বকাপ খেলার ব্যাপারে শঙ্কা দেখা দেয়।
এদিকে মিশরের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সালাহল সেরে উঠতে দুই সপ্তাহের বেশি সময় লাগবে না। তেমনটা হলে সালাহ সুস্থ হয়ে যাবেন ১২ জুনের মধ্যেই। আর তাঁর সুস্থতার ব্যাপারে আপসহীন লিভারপুল ও মিশর কর্তৃপক্ষ। এরইমধ্যে উন্নত চিকিৎসার জন্য স্পেনের পথে পাড়ি দিয়েছেন ২৫ বছর বয়সী এ তারকা।
সূত্র: গোল ডট কম
এমজে/