ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডে ওজনিয়াকি
প্রকাশিত : ১৬:৩৫, ২৯ মে ২০১৮
ফ্রেঞ্চ ওপেনে নারী এককে ডেনিয়েল কোলিনসকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ক্যারলিন ওজনিয়াকি। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন জয়ী দ্বিতীয় বাছাই ক্যারলিন ওজনিয়াকি প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কোলিনেসর মুখোমুখি হন। প্রথম সেটে ওজনিয়াকির সঙ্গে পাল্লা দিয়ে লড়েন কোলিনস।
হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর ট্রাইব্রেকারে ৭-৬ গেমে সেট জেতেন ওজনিয়াকি। পরের সেটে ঘুরে দাড়ানোর চেষ্টা করেন কোলিনস। তবে কোন ভুল করেননি ডেনমার্কের টেনিস কন্যা ওজনিয়াকি। দ্বিতীয় সেট ৬-১ গেমে জিতে ২-০ ব্যবধানে পরবর্তী রাউন্ডে উঠেন ডেনিশ এ সুন্দরী।
এমজে/