বিশ্বকাপে সবচেয়ে দুর্বল দল ‘এইচ’ গ্রুপে
প্রকাশিত : ১৬:৫২, ২৯ মে ২০১৮
আসন্ন রাশিয়া বিশ্বকাপে এইচ গ্রুপে পড়েছে দুর্বল দলগুলো। তবে সব দুর্বলের ভিড়ে এ দলে শক্তিশালী দল হিসেবে আছে কলম্বিয়া। তাই কলম্বিয়া ছাড়া চমক দেখানোর মতো নেই কোন দেশ। তাদের রয়েছে হামেস রদ্রিগেজের মতো তারকা। তবে এ গ্রুপে ভালো করতে চায় জাপান, পোল্যান্ড আর সেনেগালও।
এইচ গ্রুপের ফেভারিট ভাবা হচ্ছে দক্ষিণ আমেরিকার কলম্বিয়াকে। বিশ্বকাপে একাধিকবার আশা জাগিয়েও তারা বড় কোনো চমক দেখাতে পারেনি। ১৯৬২ সালে প্রথমবার টিকেট পায় ল্যাটিন আমেরিকার দেশটি। এরপর আরো চারবার মূল পর্বে খেলে। সর্বোচ্চ অর্জন গত আসরের কোয়ার্টার ফাইনাল। তারকা খেলোয়াড় হামেস রদ্রিগেজের উপর ভর করে গত বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রাখতে চায় কলম্বিয়ানরা।
ইউরোপিয়ান জায়ান্ট কিলার পোল্যান্ড এ পর্যন্ত সাত বার বিশ্বকাপের মূল পর্বে খেলেছে। দুইবার আশা জাগিয়ে তৃতীয় হয়েছিলো পোলিশরা। ১৯৭৪ ও ১৯৮২ সালে দুইবার শেষ চারে ওঠে শেষ পর্যন্ত তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো তাদের। গত দুই আসরে মূল পর্বে উঠতে ব্যার্থ হলেও, এবার নিজেদের সেরাটা দিতে চায় পোল্যান্ড।
এদিকে এশিয়ান অন্যতম প্রতিনিধি জাপান। পাঁচবার বিশ্বকাপ খেলেছে সূর্যোদয়ের দেশটি। ১৯৯৮ সালে প্রথম মূল পর্বে খেলে তারা। ২০০২ সালে নিজ দেশের আসর এবং গত ব্রাজিল বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠাই তাদের সর্বোচ্চ অর্জন। এবারের আসরে কোয়ার্টার ফাইনালের তাই স্বপ্ন নিয়েই যাচ্ছে জাপান।
অন্যদিকে আফ্রিকান শক্তি সেনেগাল ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অর্জন জাপান-কোরিয়া বিশ্বকাপ। প্রথমবার অংশ নিয়েই ওই আসরে কোয়ার্টার ফাইনালে উঠে ব্যাপক আলোচনায় আসে সেসেগালিজরা। এরপর তিনটি বিশ্বকাপে অবশ্য মূল পর্বের টিকেট পেতে ব্যার্থ হয়। এবার নতুন রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশের এ দেশটি।
এমজে/