বিশ্বকাপে ব্রাজিল নিজস্ব ছন্দে খেলবে
প্রকাশিত : ০০:০৫, ৩১ মে ২০১৮
বিশ্বকাপ নিয়ে ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা প্রতিশ্রুতি দিয়েছেন তাদের দল ভালো ফুটবল খেলবে। প্রত্যেক দলের খেলার আলাদা ছন্দ থাকে। ব্রাজিলও বিশ্বব্যাপি নিজেদের নিজস্ব ছন্দের জন্য খ্যাত।
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল শিরোপা জিতুক বা না জিতুক সাম্বা নৃত্যের ফুটবল নাচন তারা দেখাতে পারবেন বলে মনে করেন সিলভা।
রাশিয়ায় শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। কিন্তু পিএসজির হয়ে খেলা থিয়াগো সিলভা বলেন, কি হবে জানি না। তবে আমরা বিনোদন দিয়ে ফুটবল খেলব। ব্রাজিলে মাটিতে বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ার পরে দুঙ্গা এবং তিতের অধীনে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছে ব্রাজিল।
সিলভা বলেন, `আমরা দুঙ্গা এবং তিতের অধীনে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছি। তবে শেষ দু’বছর আমরা দল হিসেবে দারুণ উন্নতি করেছি।’
তিন বলেন, ‘আমরা আরও একটি বিশ্বকাপ খেলতে যাচ্ছি এবং আমাদের ইতিহাস পুনরায় লিখতে যাচ্ছি। আমরা শিরোপার প্রতিশ্রুতি দিচ্ছি না তবে দারুণ ম্যাচ খেলবো বলে আশা করছি। আপনারা দেখবেন আমরা আগামী ম্যাচেই দারুণ ফুটবল দেখাবো এবং বিশ্বকাপেও ভালো ফুটবল দেখতে পাবেন।`
১৯৭০ সালে তাদের বেহিসেবি ফুটবল কৌশল অনেকের মন ছুঁয়ে আছে। অতীতের সেই খেলা ব্রাজিল আবার ফিরিয়ে আনবে বলে ইঙ্গিত করেছেন তিনি। আর সেক্ষেত্রে সিলভার ভরসা ব্রাজিলের আক্রমণের দুই তারকা নেইমার এবং কৌতিনহোর ওপর।
ব্রাজিলের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার বলেন, ‘আমি মনে করি প্রত্যেক প্রজন্মের খেলোয়াড়দের খেলার আলাদা একটি ধরণ থাকে। ইতিহাস থাকে। আমাদের খেলার ধরণ অন্যদের থেকে আলাদা। আমি অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করতে চাই না। আমাদের নিজস্ব খেলার ছন্দ আছে। আমরা আমাদের মতো করে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে চাই।`
এছাড়া সিলভা দল হিসেবে উন্নতি করার কথা জানিয়ে বলেন, ‘যদি আমার কথা বলি তবে বলব খুব ভালো অবস্থানে আছি আমি। আমার বয়স ৩৩ হয়ে গেছে। কিন্তু আমি নিজেকে বালকের মতো মনে করি।` ব্রাজিল আগামী ৩ জুন অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলবে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে সেলেকাওরা। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে ১৭ জুন রাতে অনুষ্ঠিত হবে।
কেআই/এসি