ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বিশ্ব একাদশের শোচনীয় পরাজয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৯, ১ জুন ২০১৮

লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি চ্যারিটি ম্যাচে ৭২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হল আফ্রিদি-তামিমরা। ক্যারিবীয়ানদের করা ১৯৯ রানের জবাবে মাত্র ১২৭ রানেই গুটিয়ে যায় বিশ্ব একাদশ।
এদিন ঐতিহাসিক লর্ডসে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা। যেখানে ওপেনার এভিন লুইসের হাফসেঞ্চুরি এবং মারলন স্যামুয়েলস ও দিনেশ রামদিনের ঝড়ো ব্যাটিংয়ে উইন্ডিজরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে।
২৬ বলে ৫টি চার ও সমান ছক্কায় ৫৮ করেন লুইস। ২২ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪৩ করেন স্যামুয়েলস। আর ২৫ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৪৪ করে অপরাজিত থাকেন রামদিন। শেষ দিকে ১০ বলে ৩টি ছক্কায় ২১ করেন আন্দ্রে রাসেল।
বিশ্ব একাদশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান আফগানিস্তানের স্পিনার রশিদ খান। এছাড়া একটি করে উইকেট দখল করেন পাকিস্তানের শোয়েব মালিক ও বিশ্ব একাদশের অধিনায়ক শহীদ আফ্রিদি।
২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ১২৭ করতেই শেষ হয় বিশ্ব একাদশের ইনিংস। ব্যক্তিগত ২ রানে প্যাভিলনে ফেরেন বাংলাদেশি তারকা তামিম ইকবাল। তিনি সহ প্রথম চার ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি। বিশ্ব একাদশের হয়ে শ্রীলঙ্কার থিসারা পেরেরা ৩৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬১ করে বিদায় নেন। তবে দলের হয়ে অন্য কোনো ব্যাটসম্যান ২০ রানের কোঠাও পার করতে পারেনি।
ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কেসরিক উইলিয়ামস।

উল্লেখ্য, হ্যারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লণ্ডভণ্ড ক্যারিবীয়ান অঞ্চলের স্টেডিয়াম সংস্করণে এ ম্যাচটি আয়োজন করা হয়। যেখানে ম্যাচটিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতিও দেয়া হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি